• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
আ. লীগ ছিল গণতন্ত্রের ভয়ংকর শত্রু : তারেক রহমান সব দল প্রস্তুত হওয়ার পর তফশিল চায় এনসিপি খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়ার আয়োজন রাষ্ট্রপতির স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের আহ্বান ইশরাকের জার্মানি থেকে এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে কাতার জুলাই হত্যাকারীদের ফেরানো আমাদের শপথ: প্রেস সচিব কড়াইল বস্তিতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মসজিদে তারেক রহমানের আর্থিক অনুদান বেগম জিয়া গণতন্ত্রের জন্য জীবন উৎসর্গ করেছেন সংকট না হলে ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য প্রস্তুত বিএনপি: রিজভী মানবাধিকার প্রতিষ্ঠা করা হবে আমাদের শপথ : সালাউদ্দিন আহমদ

সহকারী শিক্ষকদের কর্মসূচি:

শাটডাউনের অংশ হিসেবে বরিশালের বিভিন্ন স্কুলে তালা

নিজস্ব প্রতিবেদক    ৪ ডিসেম্বর ২০২৫, ১২:১২ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের চলমান ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল থেকে বরিশালের বিভিন্ন বিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়েছেন শিক্ষকরা।

শিক্ষকরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে দাবি আদায়ে আন্দোলন চালিয়েও কোনো সমাধান না পাওয়ায় তারা বাধ্য হয়ে শাটডাউনে গেছেন। কর্মসূচির কারণে নির্ধারিত পরীক্ষায় অংশ নিতে না পেরে শিক্ষার্থীরা হতাশ হয়ে বিদ্যালয়ের সামনে দাঁড়িয়ে ফেরত যায়।

অভিভাবকরা জানান, পরীক্ষা চলাকালে এ ধরনের পরিস্থিতিতে শিশুদের পড়াশোনায় ব্যাপক ক্ষতি হচ্ছে। দ্রুত সমস্যার সমাধান করে শিক্ষা কার্যক্রম স্বাভাবিক করার দাবি জানান তারা।

এর আগে প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ মঙ্গলবার (২ ডিসেম্বর) দেওয়া এক বিবৃতিতে জানায়, অর্থ মন্ত্রণালয়ের প্রতিশ্রুতি অনুযায়ী সহকারী শিক্ষকদের তিন দফা দাবি বাস্তবায়নে ২২ দিন পার হলেও দৃশ্যমান অগ্রগতি না থাকায় সারাদেশে বুধবার (৩ ডিসেম্বর) থেকে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি শুরু করা হয়েছে।

দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত পরীক্ষা বর্জন ও বিদ্যালয়ে তালাবদ্ধ অবস্থার কর্মসূচি চলবে বলেও জানানো হয়। এ সময়ে সংগঠনের আহ্বায়ক মো. আবুল কাসেম, মোহাম্মদ শামছুদ্দিন মাসুদ, খাইরুন নাহার লিপি ও মু. মাহবুবুর রহমানসহ সংশ্লিষ্ট কিছু শিক্ষককে শোকজের প্রতিবাদে আজ বুধবার বেলা ১১টায় দেশের প্রতিটি উপজেলা শিক্ষা অফিসের সামনে প্রতিবাদ সমাবেশ করার ঘোষণা দেওয়া হয়েছে।

প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের তিন দফা দাবি হলো-

সহকারী শিক্ষকদের বেতন স্কেল ১০ম গ্রেডে উন্নীতকরণ
১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড পাওয়ার জটিলতা নিরসন
সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতি

দাবি বাস্তবায়নের জন্য মঙ্গলবার বিকেল ৪টায় সারাদেশের জেলা প্রশাসকদের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপিও প্রদান করা হয়েছে।

বিবৃতিতে আশা প্রকাশ করা হয় যে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত যৌক্তিক দাবিগুলো বাস্তবায়নের উদ্যোগ নেবে, অচলাবস্থা দূর করবে এবং শিক্ষকদের শ্রেণিকক্ষে ফিরিয়ে এনে পরীক্ষা গ্রহণের পরিবেশ তৈরি করবে।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শাটডাউন: প্রাথমিক শিক্ষকদের আন্দোলন শুরু
শাটডাউন: প্রাথমিক শিক্ষকদের আন্দোলন শুরু
সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা মাউশির
সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা মাউশির
ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজে বার্ষিক পরীক্ষা বন্ধ, শিক্ষকরা কর্মবিরতিতে
ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজে বার্ষিক পরীক্ষা বন্ধ, শিক্ষকরা কর্মবিরতিতে