• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
আ. লীগ ছিল গণতন্ত্রের ভয়ংকর শত্রু : তারেক রহমান সব দল প্রস্তুত হওয়ার পর তফশিল চায় এনসিপি খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়ার আয়োজন রাষ্ট্রপতির স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের আহ্বান ইশরাকের জার্মানি থেকে এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে কাতার জুলাই হত্যাকারীদের ফেরানো আমাদের শপথ: প্রেস সচিব কড়াইল বস্তিতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মসজিদে তারেক রহমানের আর্থিক অনুদান বেগম জিয়া গণতন্ত্রের জন্য জীবন উৎসর্গ করেছেন সংকট না হলে ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য প্রস্তুত বিএনপি: রিজভী মানবাধিকার প্রতিষ্ঠা করা হবে আমাদের শপথ : সালাউদ্দিন আহমদ

চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় হাইকোর্টের দ্বিধাবিভক্ত রায়

নিজস্ব প্রতিবেদক    ৪ ডিসেম্বর ২০২৫, ১২:৩২ পি.এম.
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি করার প্রক্রিয়ার বৈধতা নিয়ে হাইকোর্ট দ্বিধাবিভক্ত রায় দিয়েছেন।

বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি ফাতেমা নজীব চুক্তির প্রক্রিয়াটিকে অবৈধ ঘোষণা করেছেন, আর জুনিয়র বিচারপতি ফাতেমা আনোয়ার এটিকে বৈধ বলে রায় দিয়েছেন।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) এই রায় ঘোষণা করেন দুই বিচারপতির পৃথক বেঞ্চ। এখন হাইকোর্টের প্রধান বিচারপতি বিষয়টি চূড়ান্তভাবে নিষ্পত্তির জন্য নতুন বেঞ্চ গঠন করবেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, অ্যাডভোকেট আহসানুল করিম, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার কায়সার কামাল, অ্যাডভোকেট মাকসুদ উল্লাহ ও ব্যারিস্টার আনোয়ার হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।

এর আগে, ২৫ নভেম্বর এই রিটের শুনানি শেষে রায় ঘোষণার তারিখ নির্ধারণ করা হয়েছিল। রিটকারীদের পক্ষে আইনজীবীরা যুক্তি দেন, চট্টগ্রাম বন্দর দেশের নিরাপত্তার সঙ্গে সরাসরি সম্পর্কিত হওয়ায় নির্বাচিত সরকারের পরিবর্তে অন্তর্বর্তী সরকারের পক্ষে বন্দরের দায়িত্ব বিদেশি প্রতিষ্ঠানের হাতে দেওয়া উচিত নয়।

অন্যদিকে রাষ্ট্রপক্ষ যুক্তি দেন, দেশের স্বার্থ সুরক্ষিত রাখার জন্য বন্দর পরিচালনার দায়িত্ব বিদেশি প্রতিষ্ঠানের হাতে দেওয়া হচ্ছে এবং এতে অন্তর্বর্তী সরকারের প্রয়োজনীয় ক্ষমতা রয়েছে।

আগের রায়ে, ৩০ জুলাই হাইকোর্ট জানতে চেয়েছিল, এনসিটি পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির চলমান প্রক্রিয়া কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত হবে না।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গুম মামলায় শেখ হাসিনা-কামালসহ ১৭ জনের শুনানি আজ
গুম মামলায় শেখ হাসিনা-কামালসহ ১৭ জনের শুনানি আজ
চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের ১০৬ মামলায় চার্জশিট
চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের ১০৬ মামলায় চার্জশিট
অনেক পেয়েছি, উপসংহার এমন হবে ভাবিনি
প্রধান বিচারপতি অনেক পেয়েছি, উপসংহার এমন হবে ভাবিনি