• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
আ. লীগ ছিল গণতন্ত্রের ভয়ংকর শত্রু : তারেক রহমান সব দল প্রস্তুত হওয়ার পর তফশিল চায় এনসিপি খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়ার আয়োজন রাষ্ট্রপতির স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের আহ্বান ইশরাকের জার্মানি থেকে এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে কাতার জুলাই হত্যাকারীদের ফেরানো আমাদের শপথ: প্রেস সচিব কড়াইল বস্তিতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মসজিদে তারেক রহমানের আর্থিক অনুদান বেগম জিয়া গণতন্ত্রের জন্য জীবন উৎসর্গ করেছেন সংকট না হলে ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য প্রস্তুত বিএনপি: রিজভী মানবাধিকার প্রতিষ্ঠা করা হবে আমাদের শপথ : সালাউদ্দিন আহমদ

ইমরান খানের কারাগার জীবন ও সেনাপ্রধানের বিরুদ্ধে অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক    ৪ ডিসেম্বর ২০২৫, ১২:৪০ পি.এম.
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই নেতা ইমরান খান-ছবি: সংগৃহীত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই নেতা ইমরান খানের মৃত্যুর গুঞ্জনের মধ্যেই নতুন তথ্য সামনে এসেছে। আদিয়ালা কারাগারে তার সঙ্গে দেখা করার পরই বোন ড. উজমা খান এই গুঞ্জনের অবসান ঘটান।

কারাগারে বোন উজমা খানকে নির্যাতনের ব্যাপারে জানান পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী। এরপর বুধবার (৩ ডিসেম্বর) ইমরান খানের এক্স অ্যাকাউন্টে ভেসে ওঠে একটি দীর্ঘ পোস্ট, যেখানে উঠে এসেছে তার ওপর চালানো নির্যাতনের কথা।

মানসিক নির্যাতনের কথা উল্লেখ করে ইমরানের সেই পোস্টে বলা হয়, আমাকে সম্পূর্ণ নির্জন কারাগারে রাখা হয়েছে। এমন এক সেলে আটকে রাখা হয়েছে যেখানে গত চার সপ্তাহে একজন মানুষের সঙ্গেও আমার কথা হয়নি। বাইরের জগত থেকে আমাকে পুরোপুরি বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। কারাগারের ম্যানুয়েল অনুযায়ী, যেসব সাধারণ বিষয় দেওয়ার কথা সেগুলোও কেড়ে নেওয়া হয়েছে।
 
পোস্টে ইমরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তাকে ও তার স্ত্রীকে সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মুনিরের নির্দেশে সাজানো মামলা দিয়ে আটকে রাখা হয়েছে।

উল্লেখ্য, ২০২২ সালে আস্থা ভোটে প্রধানমন্ত্রিত্ব হারান ইমরান খান। এরপর প্রধানমন্ত্রী হন শেহবাজ শরীফ। ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই তার বিরুদ্ধে একের পর এক মামলা হতে থাকে। এর মধ্যে ২০২৩ সালে একবার গ্রেপ্তার হয়ে ছাড়া পান তিনি। এরপর তাকে ওই বছরের আগস্টে আবার গ্রেপ্তার করা হয়। তখন থেকেই কারাগারে বন্দি আছেন তিনি।
 
নিজের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগের পাশাপাশি সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মুনিরকে মানসিক ভারসাম্যহীন হিসেবে অভিহিত করেছেন ইমরান খান।

পাকিস্তানের সাবেক এ প্রধানমন্ত্রী বলেছেন, অসীম মুনিরের নীতি পাকিস্তানের জন্য ধ্বংসাত্মক। তার এসব নীতির কারণে সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, যা আমাকে বেশ উদ্বিগ্ন করে।
 
ইমরান খান আরও বলেন, পাকিস্তানকে নিয়ে অসীম মুনিরের কোনো চিন্তা নেই। শুধুমাত্র পশ্চিমা শক্তিদের খুশি করতে তিনি এগুলো করছেন। তিনি ইচ্ছাকৃতভাবে আফগানিস্তানের সঙ্গে উত্তেজনা সৃষ্টি করেছেন। যেন আন্তর্জাতিক অঙ্গনে তাকে মুজাহিদ হিসেবে দেখা হয়। মুনির প্রথমে আফগানদের হুমকি দিয়েছেন। তারপর পাকিস্তান থেকে আফগান শরণার্থীদের বের করে দিয়েছেন এবং ড্রোন হামলা চালিয়েছেন। এর পরিণতি হিসেবে এখন সন্ত্রাসবাদের আস্ফালন দেখা যাচ্ছে।

ইমরান খানের অভিযোগ, অসীম মুনির পাকিস্তানের নীতির জন্য ধ্বংসাত্মক, পশ্চিমা শক্তির ইচ্ছা মেনে আফগানিস্তানের সঙ্গে উত্তেজনা সৃষ্টি করেছেন এবং সন্ত্রাসবাদের বিস্তার ঘটিয়েছে। তিনি বলেন, নৈতিকতার অভাব পাকিস্তানের সংবিধান ও আইনকে ক্ষতিগ্রস্ত করেছে।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মদ খেয়ে ‘মাতাল’ র‌্যাকুনকে উদ্ধার করে বনে ছাড়ল কর্তৃপক্ষ
মদ খেয়ে ‘মাতাল’ র‌্যাকুনকে উদ্ধার করে বনে ছাড়ল কর্তৃপক্ষ
ছত্তিশগড়ে সংঘর্ষ: ১২ মাওবাদীসহ নিহত ১৫
ছত্তিশগড়ে সংঘর্ষ: ১২ মাওবাদীসহ নিহত ১৫
নিউইয়র্কে ৮ অভিবাসন বিচারককে বরখাস্ত করেছেন ট্রাম্প
নিউইয়র্কে ৮ অভিবাসন বিচারককে বরখাস্ত করেছেন ট্রাম্প