শিবচরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

মাদারীপুর জেলার শিবচর উপজেলায় সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া'র রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন প্রত্যাশী ও মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম- আহ্বায়ক সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাবলুর সমর্থিত শিবচর উপজেলা যুবদলের নেতাকর্মীরা।শিবচর উপজেলা যুবদলের নেতা শাহিন মিয়ার বাড়ির মাদ্রাসায় এ আয়োজন করা হয়।এ সময় তাঁরা বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত আরোগ্য কামনায় মোনাজাত করেন।
বুধবার (৩ ডিসেম্বর) রাতে শিবচর উপজেলার পাঁচ্চরে মাদার অফ ডেমোক্রেসি দেশনেত্রী বেগম খালেদা জিয়া'র রোগমুক্তি ও দ্রুত আরোগ্য কামনা করে শিবচর উপজেলা যুবদলের নেতা শাহিন মিয়ার উদ্যোগে শিবচর উপজেলা যুবদলসহ উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করে। বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের রাজনৈতিক নেতাকর্মীরা ছাড়াও অসংখ্য কর্মী সমর্থক এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলো চোখে পড়ার মতো।
বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দেশবাসীর নিকট দোয়া প্রার্থনা সময় বক্তারা বলেন, আমাদের মাতৃসমতুল্য দেশনেত্রী আজ মৃত্যু পথযাত্রী! আপনারা সকলে তার জন্য দোয়া করবেন।তিনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারে।আপনারা সকলেই আমাদের প্রিয় নেত্রীর জন্য মন খুলে দোয়া করবেন,আমাদের বিশ্বাস সকলের দোয়ার কারণেই মহান আল্লাহ তাআলা আমাদের নেত্রীকে আমাদের কাছে ফিরিয়ে দিবেন।মহান আল্লাহ যেন তাকে পরিপূর্ণ সুস্থতা দান করেন।
এ সময় বক্তারা আরো বলেন, দেশের এই ক্রান্তি কালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ থাকায় দেশের গণতন্ত্রপ্রেমী মানুষের জন্য অত্যন্ত বেদনাদায়ক।খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় আজীবন লড়াই করেছেন। তিনি গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে সুস্থ হয়ে তিনি দ্রুত ফিরে আসবেন এটাই আমাদের প্রত্যাশা।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-শিবচর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শামীম আহসান চৌধুরী,মাদারীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন-আহ্বায়ক ইশতিয়াক রহমান চৌধুরী তুমন, শিবচর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মনজিল রহমান শিহাব,উপজেলা তাঁতীদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নুর হোসেন সরকার,সাবেক আহ্বায়ক ফারুক হোসেন মাদবর,যুগ্ন আহবায়ক তারেক হাসান,শিবচর উপজেলা যুবদলের নেতা ওসমান বেপারী,শিবচর উপজেলা যুবদলের নেতা শাহিন মিয়া,জসিম মিয়া,উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাইদুর রহমান বেপারী,শিবচর উপজেলা শ্রমিক দলের সাবেক যুগ্ন-সাধারণ সম্পাদক নাসির হাওলাদারসহ বিএনপি,যুবদল,ছাত্রদলসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ভিওডি বাংলা/ এমএইচ







