• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মোহাম্মদপুরে বিপুল পরিমাণ ধারালো অস্ত্র ও চোরাই মালামাল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক    ৪ ডিসেম্বর ২০২৫, ০২:১৩ পি.এম.
ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরে পুলিশের বিশেষ অভিযানে শফিকুল ইসলাম ও শরীফ নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাবর রোড এলাকা থেকে তাদের আটক করা হয়।

বুধবার (৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটায় মোহাম্মদপুরের বাবর রোড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।  

এ বিষয়ে জানতে চাইলে মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ওসমান মাসুম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুর থানার বাবর রোড এলাকা থেকে শফিকুল ইসলাম ও শরিফ নামে দুইজনকে আটক করা হয়েছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আদাবর শেখেরটেক ৭ সাত নম্বর রোডের ৯ নম্বর বাসায় অভিযান পরিচালনা করি। সেখান থেকে বিপুল পরিমাণ চাপাতি, চাইনিজ কুড়াল, বিভিন্ন ধরনের ছুরি, শীতের জ্যাকেট, লোফার জুতা, লিফটের মালামাল ও ইলেকট্রনিক্স টেস্টিং ডিভাইস উদ্ধার করা হয়। তারা জানিয়েছে ধারালো অস্ত্র ব্যবহার করে তারা বিভিন্ন এলাকায় ছিনতাই করতে এবং সেসব ছিনতাইয়ের মালামাল এখানে এনে লুকিয়ে রাখতো।
 
অভিযানে ধরা দুইজন জানায়, তারা ধারালো অস্ত্র ব্যবহার করে বিভিন্ন এলাকায় ছিনতাই করত এবং মালামাল এখানে লুকিয়ে রাখত। পুলিশের পরিদর্শক (অপারেশন) মফিজ উদ্দিন জানান, তাদের জিজ্ঞাসাবাদে শহিদুল ইসলাম নামের একজনের সাথে তারা কাজ করত বলে জানা গেছে। তবে, শহিদুল ইসলাম পালিয়ে গেছে। গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বায়ুদূষণে শীর্ষে ঢাকা, স্বাস্থ্যঝুঁকিতে নগরবাসী
বায়ুদূষণে শীর্ষে ঢাকা, স্বাস্থ্যঝুঁকিতে নগরবাসী
পল্টনে মোবাইল IMEI পরিবর্তনের সরঞ্জামসহ আটক ১
পল্টনে মোবাইল IMEI পরিবর্তনের সরঞ্জামসহ আটক ১
ঢাকায় ট্রাফিক অভিযানে একদিনে দেড় হাজারের বেশি মামলা
ঢাকায় ট্রাফিক অভিযানে একদিনে দেড় হাজারের বেশি মামলা