• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
আ. লীগ ছিল গণতন্ত্রের ভয়ংকর শত্রু : তারেক রহমান সব দল প্রস্তুত হওয়ার পর তফশিল চায় এনসিপি খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়ার আয়োজন রাষ্ট্রপতির স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের আহ্বান ইশরাকের জার্মানি থেকে এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে কাতার জুলাই হত্যাকারীদের ফেরানো আমাদের শপথ: প্রেস সচিব কড়াইল বস্তিতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মসজিদে তারেক রহমানের আর্থিক অনুদান বেগম জিয়া গণতন্ত্রের জন্য জীবন উৎসর্গ করেছেন সংকট না হলে ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য প্রস্তুত বিএনপি: রিজভী মানবাধিকার প্রতিষ্ঠা করা হবে আমাদের শপথ : সালাউদ্দিন আহমদ

মোহাম্মদপুরে বিপুল পরিমাণ ধারালো অস্ত্র ও চোরাই মালামাল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক    ৪ ডিসেম্বর ২০২৫, ০২:১৩ পি.এম.
ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরে পুলিশের বিশেষ অভিযানে শফিকুল ইসলাম ও শরীফ নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাবর রোড এলাকা থেকে তাদের আটক করা হয়।

বুধবার (৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটায় মোহাম্মদপুরের বাবর রোড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।  

এ বিষয়ে জানতে চাইলে মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ওসমান মাসুম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুর থানার বাবর রোড এলাকা থেকে শফিকুল ইসলাম ও শরিফ নামে দুইজনকে আটক করা হয়েছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আদাবর শেখেরটেক ৭ সাত নম্বর রোডের ৯ নম্বর বাসায় অভিযান পরিচালনা করি। সেখান থেকে বিপুল পরিমাণ চাপাতি, চাইনিজ কুড়াল, বিভিন্ন ধরনের ছুরি, শীতের জ্যাকেট, লোফার জুতা, লিফটের মালামাল ও ইলেকট্রনিক্স টেস্টিং ডিভাইস উদ্ধার করা হয়। তারা জানিয়েছে ধারালো অস্ত্র ব্যবহার করে তারা বিভিন্ন এলাকায় ছিনতাই করতে এবং সেসব ছিনতাইয়ের মালামাল এখানে এনে লুকিয়ে রাখতো।
 
অভিযানে ধরা দুইজন জানায়, তারা ধারালো অস্ত্র ব্যবহার করে বিভিন্ন এলাকায় ছিনতাই করত এবং মালামাল এখানে লুকিয়ে রাখত। পুলিশের পরিদর্শক (অপারেশন) মফিজ উদ্দিন জানান, তাদের জিজ্ঞাসাবাদে শহিদুল ইসলাম নামের একজনের সাথে তারা কাজ করত বলে জানা গেছে। তবে, শহিদুল ইসলাম পালিয়ে গেছে। গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চকবাজারে আবাসিক ভবনে আগুন
চকবাজারে আবাসিক ভবনে আগুন
মোহাম্মদপুরে ৬ তলা ভবনে অগ্নিকাণ্ড
মোহাম্মদপুরে ৬ তলা ভবনে অগ্নিকাণ্ড
শিক্ষকদের লংমার্চ টু যমুনায় পুলিশের বাধা
প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষকদের লংমার্চ টু যমুনায় পুলিশের বাধা