টপ নিউজ
ফুলবাড়ীতে বিরল প্রজাতির শকুন উদ্ধার
ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
৪ ডিসেম্বর ২০২৫, ০৩:০১ পি.এম.

ছবি: ভিওডি বাংলা
কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিরল প্রজাতির শকুন উদ্ধার করেছে পশ্চিম ধনিরাম সরকার পাড়া এলাকার স্থানীয় জনতা।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল দশটার দিকে একটি বাঁশ ঝাড়ে শকুনটিকে দেখতে পেয়ে আটক করে স্থানীয় জনতা, এ খবর ছড়িয়ে পড়লে দূর দূরান্ত থেকে শত শত উৎসুক জনতার শকুনটিকে দেখতে ঢল নামে, তবে স্থানীয় জনতা বলছেন শকুনটি বর্তমানে অসুস্থ রয়েছেন।
শকুন দেখাতে আসা অনেকেই জানান, জীবনের প্রথম শকুন দেখেছি, শকুন টিকে অসুস্থ মনে হচ্ছে তাদের দাবী শকুন টির চিকিৎসার।
এ ব্যাপারে ফুলবাড়ী উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসাইন জানান শকুনটি উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হবে।
ভিওডি বাংলা/ এমএইচ







