• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
আ. লীগ ছিল গণতন্ত্রের ভয়ংকর শত্রু : তারেক রহমান সব দল প্রস্তুত হওয়ার পর তফশিল চায় এনসিপি খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়ার আয়োজন রাষ্ট্রপতির স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের আহ্বান ইশরাকের জার্মানি থেকে এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে কাতার জুলাই হত্যাকারীদের ফেরানো আমাদের শপথ: প্রেস সচিব কড়াইল বস্তিতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মসজিদে তারেক রহমানের আর্থিক অনুদান বেগম জিয়া গণতন্ত্রের জন্য জীবন উৎসর্গ করেছেন সংকট না হলে ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য প্রস্তুত বিএনপি: রিজভী মানবাধিকার প্রতিষ্ঠা করা হবে আমাদের শপথ : সালাউদ্দিন আহমদ

খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মতবিনিময় সভা

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি    ৪ ডিসেম্বর ২০২৫, ০৩:০৪ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

চট্টগ্রাম-১৬ বাঁশখালী আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা এর সমর্থনে ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বাঁশখালী উপজেলা মৎস্যজীবী দলের উদ্দ্যোগে দোয়া ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বুধবার(৩ ডিসেম্বর) মাছরাঙা ক্লাবে উপজেলা মৎস্যজীবী দলের আহবায়ক মাষ্টার মোহাম্মদ ইউনুছের সভাপতিত্বে ও সদস্য সচিব আবুল কাসেম, সিনিয়র যুগ্ম আহবায়ক মোহাম্মদ কামাল উদ্দিনের যৌথ সঞ্চলানায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির ১নং যুগ্ম আহবায়ক ও চট্টগ্রাম-১৬ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাঁশখালী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইব্রাহীম বিন খলিল, বাঁশখালী উপজেলা যুবদলের সাবেক আহবায়ক মহসিন চেয়ারম্যান, পুইছড়ি ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক আবদুস সবুর, সাধারণ সম্পাদক খুররম রেজা, চাম্বল ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক আবদুল জলিল, পুইছড়ি ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি মাষ্টার শাহাজান, সাধারণ সম্পাদক নুরুল আজিম, শীলকুপ ইউনিয়ন মৎস্যজীবি দলের সভাপতি উমর কাজী, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুছ, শেখেরখিল ইউনিয়ন মৎস্যজীবি দলের সভাপতি আজিম উদ্দিন, সাধারণ সম্পাদক  আবু তালেব, পুইছড়ি ইউনিয়ন বিএনপি নেতা নোমানুল হক, সাইফুল ইসলাম, মৎস্যজীবি দলের নেতা মাহমুদুল করিম,আজিজুর রহমান, মাহসন মাঝি, আহমেদ ছফা, যুবদল নেতা মিজানুর রহমান, জয়নাল, মির হোসেন, দিদার সহ প্রমুখ।

সভায় প্রধান অতিথির বক্তব্যে মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা বলেন- দেশের উন্নয়নের স্বার্থে, গনতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে। তিনি আরও বলেন, বাঁশখালীর উন্নয়নে মরহুম আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরীর অবদান অনস্বীকার্য। তিনি ধানের শীষে ভোট দিয়ে বাবার অসমাপ্ত কাজ সমাপ্ত করার সুযোগ দেওয়ার জন্য বাঁশখালীবাসীকে আহবান জানান। সভায় মোনাজাত করেন চাম্বল ইউনিয়ন বিএনপি সাবেক আহবায়ক জাকারিয়া বিন হাবিব।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাঙ্গাবালীর দাড়ছিঁড়া নদীতে নাব্যতা সংকট
রাঙ্গাবালীর দাড়ছিঁড়া নদীতে নাব্যতা সংকট
আরাকান আর্মির হাতে টেকনাফের ৬ জেলে আটক
আরাকান আর্মির হাতে টেকনাফের ৬ জেলে আটক
ভাঙ্গায় বাসচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
ভাঙ্গায় বাসচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত