ছলচাতুরী করে ক্ষমতায় থাকার সুযোগ নাই : মান্না

অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই। নির্বাচন হতে হবে। ছলচাতুরী করে আবারও ক্ষমতায় থাকার সুযোগ নেই।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে গণতন্ত্র মঞ্চের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
মান্না বলেন, ‘নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই। নির্বাচন হতে হবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি— এই অন্তর্বর্তীকালীন সরকার ছলচাতুরী করে আবার ক্ষমতায় বহাল থাকবেন এই সুযোগ কমে গেছে।’
তিনি বলেন, ‘যতগুলো রাজনৈতিক দল আছে, তারা তো নির্বাচন নিয়ে প্রকাশ্যে বিরোধিতা করছে না। এনসিপি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে তফসিল ঘোষণা করতে বলেছে। সাংবাদিকরা এনসিপিকে যখন বলেছে— আপনারা কি নির্বাচন পিছিয়ে দিতে চান। কিন্তু এনসিপি বলেছে— আমরা নির্বাচনকে পিছিয়ে দিতে চাই না। আমরা চাই নির্বাচন হোক।’
‘আগেভাগে ধরে নিচ্ছি নির্বাচন হবে এবং তার-ই ভিত্তিতে আমাদেরকে এগিয়ে যেতে হবে।’ যোগ করেন তিনি।
মাহমুদুর রহমান মান্না বলেন, ‘শেখ হাসিনার ফাঁসির রায় হয়েছে, কিন্তু ভারত হুলস্থুল কিছু করতে পারেনি। ভারত নিরপেক্ষ বিবৃতি দিয়েছে। পরিস্থিতি মানা ছাড়া তাদের কোনো পথ নেই।’
গণতন্ত্র মঞ্চের শীর্ষ এই নেতা আরও বলেন, ‘সময়টা কিন্তু ভালো না, বেশ জটিল। নির্বাচন কি হবেই? বেগম জিয়া অসাধারণ একজন ব্যক্তি। তার জন্য সবাই দোয়া করছে এবং আমরাও করছি। এ অবস্থা যদি চলতে থাকে, তাহলে বিএনপি নির্বাচন করতে পারবে? এর চাইতেও যদি পরিস্থিতি খারাপ হয়, তাহলেই কেবল নির্বাচনের সময় নিয়ে প্রশ্ন উঠতে পারে।’
মান্না বলেন, ‘বিএনপি আমাদের সাথে বসেনি। তারা নিজের মতো প্রার্থী ঘোষণা করেছে। সেটা নিয়ে অনেক ঝামেলা চলছে। সেই পরিস্থিতিতে আমরা কয়টা সিট পাবো, সেই কথা ভাববার আগে আমাদেরকে ভাবতে হবে এই নির্বাচন সম্পর্কে আসলে জনগণ কি ভাবছে।’
তিনি আরও বলেন, ‘দেশে যদি পরিবর্তন না আসে তাহলে নির্বাচন দিয়ে কি হবে। গণতন্ত্র মঞ্চ সেই নির্বাচনের কথা বলে না।’
আলোচনা সভায় এসময় গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকসহ আরও অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ভিওডি বাংলা/ এমএইচ







