মদ খেয়ে ‘মাতাল’ র্যাকুনকে উদ্ধার করে বনে ছাড়ল কর্তৃপক্ষ

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার একটি মদের দোকানে ঢুকে বোতল ভাঙচুর করে মদ পান করে অচেতন হয়ে পড়ে থাকা একটি র্যাকুন দেখে হতবাক হন দোকানের কর্মীরা।
থ্যাংকসগিভিং উপলক্ষে বন্ধ থাকা অ্যাশল্যান্ড এ-বি-সি দোকানে শনিবার (২৯ নভেম্বর) কাজে এসে তারা ভাঙা বোতল, ছড়িয়ে থাকা মদ এবং বাথরুমের পাশে পড়ে থাকা র্যাকুনটিকে দেখতে পান।
ঘটনার পর হ্যানোভার কাউন্টি অ্যানিমাল প্রোটেকশন অ্যান্ড শেল্টারের কর্মকর্তা সামান্থা মার্টিন উপস্থিত হয়ে র্যাকুনটিকে উদ্ধার করে নিয়ে যান। তবে নিয়ে যাওয়ার আগেই হুঁশ ফেরার জন্য প্রাণীটিকে কিছুটা সময় দেওয়া হয়।
কয়েক ঘণ্টার ঘুমের পর দেখা যায়, প্রাণীটির শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। কিন্তু হালকা হ্যাংওভার অর্থাৎ মাতলামি ভাব ছিল। হুশ ফিরে স্বাভাবিক হওয়ার পর সেটিকে নিরাপদে আবার বনে ছেড়ে দেওয়া হয়।
জানা গেছে, থ্যাংকসগিভিং উপলক্ষে অ্যাশল্যান্ড এ-বি-সি নামে দোকানটি বন্ধ ছিল। আর সেই সুযোগেই ঘটে যায় তাদের কথিত ‘ব্ল্যাক ফ্রাইডে ব্রেক-ইন’। কর্মীরা এসে দেখেন, ভাঙা বোতল ছড়িয়ে রয়েছে সর্বত্র, মেঝেতে গড়িয়ে পড়েছে তরল মদ, আর র্যাকুনের পছন্দের পানীয় হিসেবে স্কচের স্পষ্ট প্রমাণ মেলে।
অফিসার মার্টিন জানান, র্যাকুনটি ছাদের একটি টাইল ভেঙে নিচে পড়ে ও তারপর পুরোদস্তুর তাণ্ডব চালিয়ে যা পায় তাই গিলতে শুরু করে।
ঘটনার মাত্র একটি ঝাপসা সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে। তাই বাথরুমে অচেতন হওয়ার আগে র্যাকুনটি ঠিক কতটা মদ পান করেছিল, তা কেউ নিশ্চিত করে বলতে পারছে না।
দোকানটি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে অ্যানিমাল প্রোটেকশন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছে দ্রুত উদ্ধার ও সহায়তার জন্য।
সূত্র: বিবিসি
ভিওডি বাংলা/জা







