• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
আ. লীগ ছিল গণতন্ত্রের ভয়ংকর শত্রু : তারেক রহমান সব দল প্রস্তুত হওয়ার পর তফশিল চায় এনসিপি খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়ার আয়োজন রাষ্ট্রপতির স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের আহ্বান ইশরাকের জার্মানি থেকে এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে কাতার জুলাই হত্যাকারীদের ফেরানো আমাদের শপথ: প্রেস সচিব কড়াইল বস্তিতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মসজিদে তারেক রহমানের আর্থিক অনুদান বেগম জিয়া গণতন্ত্রের জন্য জীবন উৎসর্গ করেছেন সংকট না হলে ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য প্রস্তুত বিএনপি: রিজভী মানবাধিকার প্রতিষ্ঠা করা হবে আমাদের শপথ : সালাউদ্দিন আহমদ

বিপিএলে পাকিস্তানি তারকাদের অংশগ্রহণে বড় শঙ্কা

স্পোর্টস ডেস্ক    ৪ ডিসেম্বর ২০২৫, ০৪:১৫ পি.এম.
পাকিস্তান ক্রিকেট দল। সংগৃহীত ছবি

বাংলাদেশের প্রিমিয়ার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ বিপিএল মানেই আন্তর্জাতিক তারকাদের আনাগোনা—বিশেষ করে পাকিস্তান ও শ্রীলঙ্কার ক্রিকেটাররা দীর্ঘদিন ধরেই এই লিগের বড় আকর্ষণ। আফ্রিদি–মালিক যুগ থেকে শুরু করে বর্তমান প্রজন্মের সাইম আইয়ুব, আবরার আহমেদদের পারফরম্যান্স বিপিএলকে সরব রেখেছে। তবে এবার সেই পরিচিত দৃশ্যে বড়সড় ধাক্কার আশঙ্কা দেখা দিয়েছে। আসন্ন বিপিএলে পাকিস্তানি ক্রিকেটারদের পুরো মৌসুম পাওয়া নাও যেতে পারে—এমন সম্ভাবনা এখন বাস্তব উদ্বেগে পরিণত হয়েছে।

ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজের তথ্য অনুযায়ী, পাকিস্তান জাতীয় দলের ব্যস্ত আন্তর্জাতিক সূচিই অনিশ্চয়তার মূল কারণ। বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির কর্মকর্তারা বলছেন—নিলামে দল গড়া হলেও পাকিস্তানি ক্রিকেটারদের পুরো টুর্নামেন্টে পাওয়া যাবে কি না, এখন আর নিশ্চিত নয়। এজন্য বিকল্প বিদেশি খেলোয়াড় খোঁজার কাজও শুরু করেছে দলগুলো।

আগামী ২৬ ডিসেম্বর থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে বিপিএলের নতুন আসর। একই সময়ে পাকিস্তান দল খেলবে দুইটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি সিরিজ—জানুয়ারির শুরুতে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ, এরপর মাসের শেষদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে আরেক সিরিজ। সেই সঙ্গে রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ক্যাম্প।

এক ফ্র্যাঞ্চাইজি কর্মকর্তা জানিয়েছেন, জানুয়ারির মাঝামাঝি থেকেই সমস্যাটা প্রকট হবে। শ্রীলঙ্কা সিরিজের পরে এবং অস্ট্রেলিয়া সফরের আগে অনেক খেলোয়াড়কে দেশীয় দায়িত্বে ফিরে যেতে হতে পারে।

এবারের বিপিএলে সাইম আইয়ুব, মোহাম্মদ নওয়াজ, আবরার আহমেদ, সাহিবজাদা ফারহান, উসমান খান, ইমাদ ওয়াসিম ও খুশদিল শাহসহ বেশ কিছু আলোচিত পাকিস্তানি তারকা দল পেয়েছেন। তবে জাতীয় দলের অগ্রাধিকারের কারণে তাদের বড় একটি অংশকে পুরো টুর্নামেন্ট পাওয়া অনিশ্চিত।

এনওসি না দেওয়ার অভিযোগ অস্বীকার করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ডের এক কর্মকর্তা জানান, খেলোয়াড়দের আবেদন প্রক্রিয়াধীন; তবে যেখানে জাতীয় দলের দায়িত্ব থাকবে—বিশ্বব্যাপী নিয়ম অনুযায়ী—সেটিই অগ্রাধিকার পাবে।

ফ্র্যাঞ্চাইজি সূত্রে জানা গেছে, শ্রীলঙ্কা সিরিজের আগে বা দুই সিরিজের মধ্যবর্তী স্বল্প বিরতিতে কিছু পাকিস্তানি ক্রিকেটার বিপিএলে খেলতে পারেন। আবার যারা টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পরিকল্পনায় নেই, তারা তুলনামূলক বেশি ম্যাচও পেতে পারেন।

সব মিলিয়ে, মাঠে গড়ানোর আগেই পাকিস্তানি তারকাদের উপস্থিতি ঘিরে অনিশ্চয়তার ধোঁয়া বিপিএলের উত্তাপকে কিছুটা ম্লান করে দিচ্ছে। শেষ পর্যন্ত তাদের কতটা পাওয়া যাবে—তা নির্ভর করছে জাতীয় দলের সূচি ও পিসিবির সিদ্ধান্তের ওপর।

ভিওডি বাংলা/ আরিফ

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আর্সেনালের স্বস্তির জয়, অ্যানফিল্ডে থমকে লিভারপুল
আর্সেনালের স্বস্তির জয়, অ্যানফিল্ডে থমকে লিভারপুল
অপটার বিশ্লেষণে ২০২৬ বিশ্বকাপের ফেভারিট
অপটার বিশ্লেষণে ২০২৬ বিশ্বকাপের ফেভারিট
পাকিস্তানের কাছে ১৩ রানে হারল বাংলাদেশ নারী দল
পাকিস্তানের কাছে ১৩ রানে হারল বাংলাদেশ নারী দল