পুলিশ কমিশন অধ্যাদেশ উপদেষ্টা পরিষদের অনুমোদন

পুলিশ কমিশন অধ্যাদেশের অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বিষয়টি সাংবাদিকদের জানান।
তিনি বলেন, পাঁচ সদস্যের একটি পুলিশ কমিশন গঠনের অধ্যাদেশ অনুমোদন পেয়েছে। এই কমিশনের প্রধান হবেন সুপ্রিম কোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারক। সদস্য হিসেবে থাকবেন—গ্রেড-১ এর নিচে নন এমন একজন সাবেক জেলা ম্যাজিস্ট্রেট পর্যায়ের সরকারি কর্মকর্তা, গ্রেড-১ এর নিচে নন এমন একজন অবসরপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক, একজন বিশ্ববিদ্যালয়ের বর্তমান বা অবসরপ্রাপ্ত অধ্যাপক এবং মানবাধিকার–সুশাসন বিষয়ে অন্তত ১৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন একজন ব্যক্তি।
রিজওয়ানা হাসান জানান, পুলিশকে আরও জনবান্ধব, স্বচ্ছ ও প্রভাবমুক্ত করার লক্ষ্যে এই কমিশন সরকারের সঙ্গে সমন্বয় করে কাজ করবে। মানবাধিকার সংবেদনশীলতা, আধুনিকায়ন, প্রয়োজনীয় প্রশিক্ষণসহ উন্নয়নের বিভিন্ন ক্ষেত্র চিহ্নিত করে সুপারিশ দেবে কমিশন।
তিনি আরও বলেন, কমিশনের দুটি গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো—
১) নাগরিকদের পুলিশের বিরুদ্ধে করা অভিযোগের তদন্ত ও নিষ্পত্তি।
২) পুলিশ সদস্যদের পেশাগত অভিযোগের নিষ্পত্তি।
এছাড়া কমিশন পুলিশের কার্যক্রমে দক্ষতা ও উৎকর্ষ বৃদ্ধি, শৃঙ্খলা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রয়োজনীয় সুপারিশ প্রদান করবে। তথ্যপ্রযুক্তি, প্রশিক্ষণ, কল্যাণ, সক্ষমতা বৃদ্ধি এবং পুলিশসংক্রান্ত আইন গবেষণা—এসব বিষয়ে কর্মপরিকল্পনা প্রণয়ন ও সরকারকে সুপারিশ করাও তাদের দায়িত্বের অন্তর্ভুক্ত।
ভিওডি বাংলা/ আরিফ







