• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
আ. লীগ ছিল গণতন্ত্রের ভয়ংকর শত্রু : তারেক রহমান সব দল প্রস্তুত হওয়ার পর তফশিল চায় এনসিপি খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়ার আয়োজন রাষ্ট্রপতির স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের আহ্বান ইশরাকের জার্মানি থেকে এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে কাতার জুলাই হত্যাকারীদের ফেরানো আমাদের শপথ: প্রেস সচিব কড়াইল বস্তিতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মসজিদে তারেক রহমানের আর্থিক অনুদান বেগম জিয়া গণতন্ত্রের জন্য জীবন উৎসর্গ করেছেন সংকট না হলে ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য প্রস্তুত বিএনপি: রিজভী মানবাধিকার প্রতিষ্ঠা করা হবে আমাদের শপথ : সালাউদ্দিন আহমদ

বিডিআর হত্যাকাণ্ড

তদন্ত প্রতিবেদনের পর আইজিপিকে সরাতে নোটিশ

আদালত প্রতিবেদক    ৪ ডিসেম্বর ২০২৫, ০৬:০১ পি.এম.
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। সংগৃহীত ছবি

বিডিআর হত্যাকাণ্ড তদন্তে গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে দায়ীদের তালিকায় নাম আসায় বর্তমান পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমকে অপসারণের দাবি জানিয়ে সরকারকে একটি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে ২৪ ঘণ্টার মধ্যে তাকে অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও উল্লেখ করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সুপ্রিম কোর্টের তিন আইনজীবী—অ্যাডভোকেট মো. আব্দুস সামাদ, অ্যাডভোকেট শাহিন হোসেন ও অ্যাডভোকেট মো. আতিকুর রহমান—এই নোটিশ পাঠান।
প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, জন প্রশাসন সচিব ও আইন সচিবকে নোটিশটি প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, বিডিআর হত্যাকাণ্ড তদন্তে জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগে আইজিপি বাহারুল আলমসহ পাঁচ পুলিশ কর্মকর্তার নাম এসেছে। স্পর্শকাতর এ তথ্য প্রকাশের পর থেকেই প্রশাসনের ভেতরে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, পুলিশের বিশেষ শাখায় (এসবি) দায়িত্ব পালনকালে তৎকালীন রাজনৈতিক সরকারের এজেন্ডা বাস্তবায়নে ভূমিকা রাখা এবং বিরোধী পক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার মতো অভিযোগ আনা হয়েছে বাহারুল আলমের বিরুদ্ধে। এসব অভিযোগের পর তার ভবিষ্যৎ নিয়েও জল্পনা তৈরি হয়েছে।

২০০৯ সালের ২৫–২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদসহ ৫৭ জন সেনা কর্মকর্তা সহ মোট ৭৪ জন নিহত হন। ওই ঘটনায় হত্যা ও বিস্ফোরণ মামলায় ১৩৯ জনকে মৃত্যুদণ্ড, ১৮৫ জনকে যাবজ্জীবন এবং আরও ২২৮ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেন আদালত।

ঘটনার দেড় দশক পর এবং জুলাই মাসের গণঅভ্যুত্থানের পর গত বছরের ২৪ ডিসেম্বর সরকার সাত সদস্যের জাতীয় স্বাধীন তদন্ত কমিশন গঠন করে। কমিশন গত ৩০ নভেম্বর প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেয়।

প্রতিবেদনের ১৪৬ নম্বর পয়েন্টে যাদের নাম রয়েছে তারা হলেন—

  • তৎকালীন আইজিপি নূর মোহাম্মদ
  • তৎকালীন ডিএমপি কমিশনার নাইম আহমেদ
  • তৎকালীন অতিরিক্ত আইজিপি (এসবি প্রধান) বাহারুল আলম
  • সাবেক অতিরিক্ত আইজিপি (পলাতক) মনিরুল ইসলাম
  • বিডিআর হত্যা মামলার তদন্ত কর্মকর্তা অতিরিক্ত ডিআইজি আব্দুল কাহার আকন্দ ও তার তদন্ত দল

 

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গুম মামলায় শেখ হাসিনা-কামালসহ ১৭ জনের শুনানি আজ
গুম মামলায় শেখ হাসিনা-কামালসহ ১৭ জনের শুনানি আজ
চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের ১০৬ মামলায় চার্জশিট
চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের ১০৬ মামলায় চার্জশিট
অনেক পেয়েছি, উপসংহার এমন হবে ভাবিনি
প্রধান বিচারপতি অনেক পেয়েছি, উপসংহার এমন হবে ভাবিনি