• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
আ. লীগ ছিল গণতন্ত্রের ভয়ংকর শত্রু : তারেক রহমান সব দল প্রস্তুত হওয়ার পর তফশিল চায় এনসিপি খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়ার আয়োজন রাষ্ট্রপতির স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের আহ্বান ইশরাকের জার্মানি থেকে এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে কাতার জুলাই হত্যাকারীদের ফেরানো আমাদের শপথ: প্রেস সচিব কড়াইল বস্তিতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মসজিদে তারেক রহমানের আর্থিক অনুদান বেগম জিয়া গণতন্ত্রের জন্য জীবন উৎসর্গ করেছেন সংকট না হলে ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য প্রস্তুত বিএনপি: রিজভী মানবাধিকার প্রতিষ্ঠা করা হবে আমাদের শপথ : সালাউদ্দিন আহমদ

নির্বাচনী প্রক্রিয়ায় থাকতে চায় বিএনপি: নজরুল ইসলাম খান

নিজস্ব প্রতিবেদক    ৪ ডিসেম্বর ২০২৫, ০৭:২১ পি.এম.
সিইসি এএমএম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সাথে কথা বলছেন নজরুল ইসলাম খান। সংগৃহীত ছবি

নির্বাচনী প্রক্রিয়ায় নিজেদের সক্রিয় অবস্থান পুনর্ব্যক্ত করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, “খোদা না করুন—অনিবার্য কোনো পরিস্থিতি ছাড়া আমরা এই নির্বাচনী প্রক্রিয়ার বাইরে যেতে চাই না। আমরা চাই যথাসময়ে নির্বাচন হোক। তফসিল ঘোষণার সময় নিয়েও আমাদের কোনো আপত্তি নেই।”

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন।

খালেদা জিয়ার অসুস্থতা ও তফসিল ঘোষণার প্রসঙ্গ

দলের চেয়ারপার্সন খালেদা জিয়া অসুস্থ, আর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের বাইরে—এ প্রেক্ষাপটে তফসিল ঘোষণা হলে বিএনপি কীভাবে দেখবে—সাংবাদিকদের এমন প্রশ্নে নজরুল ইসলাম খান বলেন:

“বেগম খালেদা জিয়াকে দলমত নির্বিশেষে মানুষ শ্রদ্ধা করে। তার মুক্তি ও সুস্থতার জন্য সবাই প্রার্থনা করছেন। আমরা তার সুচিকিৎসার চেষ্টা করছি। সম্ভবত তিনি আগামীকাল ভোরে বিদেশে চিকিৎসার জন্য যাবেন।”

তিনি আরও বলেন, “আমরা আশা করি খালেদা জিয়া দ্রুত সুস্থ হবেন। তার দ্রুত আরোগ্যের বিষয়টি মাথায় রেখেই আমরা নির্বাচনী প্রস্তুতি এগিয়ে নিচ্ছি। আজও আমরা বেশ কয়েকটি আসনে নতুন প্রার্থীর নাম ঘোষণা করেছি। অর্থাৎ আমরা নির্বাচনী প্রক্রিয়ায় আছি এবং অনিবার্য কোনো পরিস্থিতি ছাড়া বাইরে যেতে চাই না।”

নির্বাচন বিলম্বে অনীহা

নজরুল ইসলাম খান জানান, বিএনপি বহু বছর ধরে দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে আসছে। জনগণের ভোটাধিকার নিশ্চিত করাই দলের মূল বক্তব্য বলে তিনি উল্লেখ করেন।

“যথাসময়ে নির্বাচন হোক—এটাই আমাদের কথা। তফসিল ঘোষণার যে সময় নির্ধারিত আছে, তা বিলম্বের কোনো দাবি আমাদের পক্ষ থেকে নেই। এখন যদি আমরা তফসিল বিলম্বের কথা বলি, তাহলে সেটিই হবে নির্বাচন পিছিয়ে দেওয়ার দাবি, যা বিএনপি করতে চায় না,” বলেন তিনি।

তারেক রহমানের ভোটার হওয়া প্রসঙ্গে

তারেক রহমানের ভোটার তালিকায় নাম ওঠা প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন,

“তিনি বাংলাদেশের নাগরিক—এ নিয়ে আলোচনার কিছু নেই। তিনি দেশে এলে ভোটার তালিকায় নাম তোলার সময় এখনো শেষ হয়ে যায়নি। এই বিষয়ে কোনো সংকট নেই।”

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যারা খালেদা জিয়াকে শেষ করতে চেয়েছিল, তারাই এখন নিশ্চিহ্ন
রহমাতুল্লাহ যারা খালেদা জিয়াকে শেষ করতে চেয়েছিল, তারাই এখন নিশ্চিহ্ন
স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের আহ্বান ইশরাকের
স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের আহ্বান ইশরাকের
খাঁচা থেকে পালাল সিংহ, নিয়ন্ত্রণের চেষ্টা কর্তৃপক্ষের
মিরপুর চিড়িয়াখানা খাঁচা থেকে পালাল সিংহ, নিয়ন্ত্রণের চেষ্টা কর্তৃপক্ষের