অবশেষে অস্ট্রেলিয়ায় রুটের শতক

বছরের পর বছর ধরে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট শতক খাওয়ার অপেক্ষা শেষ করলেন জো রুট। ব্রিসবেনে অ্যাশেজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ২০২ বলের ইনিংসে ১৩৫ রান করে অপরাজিত থাকেন। এতে ছিল ১৫টি চার ও একটি ছক্কা।
রুটের ব্যাটে ভর করে দিন শেষে ইংল্যান্ডের স্কোর দাঁড়ায় ৯ উইকেটে ৩২৫। এই ইনিংস ইংল্যান্ডের জন্য চাপের মুহূর্তে স্বস্তির খোরাক জোগায়।
এর আগে সিরিজের প্রথম টেস্টে পার্থে রুট হতাশাজনক শুরু করেছিলেন—প্রথম ইনিংসে শূন্য ও দ্বিতীয় ইনিংসে মাত্র ৮ রান। গ্যাবায় এই ইনিংস সেই ধৈর্য্যশীল অপেক্ষার অবসান ঘটায়।
এই শতক রুটের টেস্ট ক্যারিয়ারের ৪০তম। তিনি মাত্র একটি শতক দূরে রিকি পন্টিংয়ের (৪১) সমান হচ্ছেন। তালিকার শীর্ষে আছেন শচীন টেন্ডুলকার (৫১), এরপর জ্যাক ক্যালিস (৪৫)।
অস্ট্রেলিয়ায় প্রথম শতক শুধু ব্যক্তিগত মাইলফলক নয়—এটি ইংল্যান্ডের চলতি অ্যাশেজে গল্প বদলে দিতে পারে।
ভিওডি বাংলা/ আরিফ







