• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

তারেকের আমজনতাসহ ২ দলকে নিবন্ধনের অনুমতি ইসির

নিজস্ব প্রতিবেদক    ৪ ডিসেম্বর ২০২৫, ০৮:১৪ পি.এম.
আমজনতার দল নিবন্ধনের দাবিতে অনশনরত তারেক রহমান। সংগৃহীত ছবি

নিবন্ধনের দাবিতে সম্প্রতি নির্বাচন ভবনের সামনে অনশন করা দুই রাজনৈতিক দল—তারেক রহমানের আমজনতার দল ও জনতার দল—কে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান। তিনি বলেন, “দাবি-আপত্তি আহ্বান করে আমরা বিজ্ঞপ্তি জারি করেছি। আমজনতার দল প্রজাপতি এবং জনতার দল কলম নামের প্রতীক চেয়ে নিবন্ধনের জন্য আবেদন করেছে।”

ইসি জানিয়েছে, এই দুই দলের নিবন্ধন নিয়ে কারও আপত্তি থাকলে ৯ ডিসেম্বরের মধ্যে লিখিতভাবে কমিশনকে জানাতে হবে।

এদিকে দুপুরে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) আয়োজিত এক কর্মশালায় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে আখতার আহমেদ বলেন, “দুটি দলের নিবন্ধনের বিষয়ে বাড়তি তথ্য অনুসন্ধান করা হয়েছে। আগামীকাল পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এবং কারও আপত্তি থাকলে তা জানাতে বলা হবে।”

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তারেক রহমানের পক্ষে গণজোয়ার গড়ার আহ্বান
আবদুস সালাম তারেক রহমানের পক্ষে গণজোয়ার গড়ার আহ্বান
জনগণের সমস্যা সমাধানে জোরালো ভূমিকার অঙ্গীকার ইশরাকের
জনগণের সমস্যা সমাধানে জোরালো ভূমিকার অঙ্গীকার ইশরাকের
জনগণের ভাগ্য বদলে ‘ধানের শীষ’ মার্কায় ভোট চাইলেন তারেক রহমান
জনগণের ভাগ্য বদলে ‘ধানের শীষ’ মার্কায় ভোট চাইলেন তারেক রহমান