বড় পরিসরে জোট ঘোষণা আসছে : সারজিস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৩০০ আসনের প্রার্থী তালিকা প্রণয়নের কাজ এগিয়ে নিচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। চলতি ডিসেম্বরের মধ্যেই চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় পঞ্চগড় জেলা শহরের জুলাই স্মৃতিস্তম্ভে উন্নয়ন বরাদ্দ পাওয়া বিভিন্ন মসজিদ ও মন্দিরের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এ তথ্য জানান।
জোট রাজনীতি
বিএনপি–জামায়াত জোটে যাওয়ার সম্ভাবনা প্রসঙ্গে সারজিস আলম বলেন, ‘এখনও অ্যালায়েন্সের দরজা খোলা। আলোচনা চলছে। যারা সংস্কারের পক্ষে থাকবে, জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করবে এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে মুসলিম সেন্টিমেন্ট ও সাম্প্রদায়িক সম্প্রীতির রাজনীতি করবে—তাদের সঙ্গে জোট হতে পারে।’
তিনি আরও বলেন, জোট ঘোষণার প্রাথমিক পরিকল্পনা থাকলেও সেটির কাঠামো আরও বিস্তৃত করার প্রয়োজন দেখা দেওয়ায় সময় নেওয়া হয়েছে। শিগগিরই বড় পরিসরে জোট ঘোষণা দেওয়া হবে।
জেলা কমিটিতে অন্য দলের নেতাদের অন্তর্ভুক্তি
সদ্যঘোষিত পঞ্চগড় জেলা কমিটিতে জাতীয় পার্টির তিন নেতাকে অন্তর্ভুক্ত করার বিষয়ে সারজিস আলম বলেন, দলের লক্ষ্য ছিল গ্রহণযোগ্য ও পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতাদের জায়গা দেওয়া।
তিনি বলেন, ‘গণ-অভ্যুত্থান চলাকালীন আওয়ামী লীগের কোনও ইউনিটে যারা রানিং পদের দায়িত্বে ছিলেন—তাদের কাউকে আমরা আহ্বায়ক বা সমন্বয় কমিটিতে রাখিনি।’
তিনি জানান, বিএনপি, জাগপা ও জাতীয় পার্টিতে পূর্বসম্পৃক্ত কিছু নেতার রাজনৈতিক অভিজ্ঞতা ও ব্যক্তিগত ভাবমূর্তি বিবেচনায় তাদেরও দলে নেওয়া হয়েছে—কারণ তারা দীর্ঘদিন রাজনীতি থেকে দূরে থাকলেও বর্তমান পরিস্থিতিতে এনসিপির আদর্শের প্রতি আস্থা দেখিয়েছেন।
উন্নয়ন বরাদ্দ
সারজিস আলম জানান, গত তিন মাসে জেলা জুড়ে ২০০ মসজিদ ও মন্দিরের উন্নয়নে প্রায় ৪ কোটি টাকা বরাদ্দ আনা হয়েছে—যা আগের দুই দশকে কোনো এমপি বা মন্ত্রীর পক্ষে সম্ভব হয়নি বলে তিনি দাবি করেন।
মতবিনিময় সভায় জেলা ও উপজেলার এনসিপি নেতাকর্মীসহ জাতীয় যুবশক্তির নেতারা উপস্থিত ছিলেন।
ভিওডি বাংলা/ আরিফ







