যুক্তরাজ্য থেকে দেশে ফিরছেন জুবাইদা রহমান

যুক্তরাজ্য থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে তিনি বিমানবন্দরে চেক-ইন সম্পন্ন করে ফ্লাইটে উঠেছেন।
ধারণা করা হচ্ছে, শাশুড়ি ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লন্ডনে উন্নত চিকিৎসার সম্ভাব্য যাত্রাকে কেন্দ্র করে জুবাইদা রহমান দেশে ফিরছেন। তিনি ঢাকায় পৌঁছানোর পর এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে যাবেন এবং প্রয়োজন হলে লন্ডন যাত্রায় সঙ্গে থাকতে পারেন।
বৃহস্পতিবার রাতে বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন জানান, শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল ৯টার দিকে জুবাইদা রহমানের বাংলাদেশে পৌঁছানোর কথা।
বিএনপির অন্য একটি সূত্র জানায়, তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সরাসরি লন্ডন-ঢাকা ফ্লাইটে ফিরছেন। ওইদিন সকাল ৯টা ৪৫ মিনিটে তার ঢাকায় অবতরণের সম্ভাবনা রয়েছে।
এর আগে তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন জানান, জুবাইদা রহমান লন্ডন থেকে বিষয়টির সার্বিক সমন্বয় করছেন এবং শুক্রবার সকালে ঢাকায় পৌঁছানোর লক্ষ্য নিয়েই রওনা হয়েছেন, যাতে কাতার সরকারের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে খালেদা জিয়ার লন্ডন যাত্রায় তিনি সঙ্গে থাকতে পারেন।
খালেদা জিয়ার উপদেষ্টা এনামুল হক চৌধুরী বলেন, যদি ম্যাডামের শারীরিক অবস্থা ভ্রমণের উপযোগী থাকে, তাহলে শুক্রবার সকালে তাকে লন্ডনে নেওয়ার পরিকল্পনা রয়েছে। সবকিছুই তার স্বাস্থ্যের ওপর নির্ভর করছে।
তিনি আরও জানান, লন্ডন যাত্রায় খালেদা জিয়ার সঙ্গে থাকবেন পুত্রবধূ জুবাইদা রহমানসহ একজন উপদেষ্টা, সাতজন চিকিৎসক, দুইজন নিরাপত্তা কর্মকর্তা, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সহকারী, তার একান্ত সচিব ও দুইজন গৃহকর্মী।
প্রায় দুই সপ্তাহ ধরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। গত রোববার রাতে শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। দীর্ঘদিন ধরে তিনি হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভারের জটিলতা ও কিডনি রোগসহ বিভিন্ন স্বাস্থ্য সমস্যায় ভুগছেন।
গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকেরা জানান, খালেদা জিয়ার হৃদযন্ত্র ও ফুসফুসে সংক্রমণ দেখা দিয়েছে। এরপর চিকিৎসাধীন থাকাকালীনই তার শারীরিক অবস্থার অবনতি হয়। তবে, তিনি চিকিৎসা নিতে পারছেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন। এরই মাঝে গত ১ ডিসেম্বর খালেদা জিয়াকে 'অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি' ঘোষণা করেছে সরকার।
ভিওডি বাংলা/জা







