• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
আ. লীগ ছিল গণতন্ত্রের ভয়ংকর শত্রু : তারেক রহমান সব দল প্রস্তুত হওয়ার পর তফশিল চায় এনসিপি খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়ার আয়োজন রাষ্ট্রপতির স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের আহ্বান ইশরাকের জার্মানি থেকে এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে কাতার জুলাই হত্যাকারীদের ফেরানো আমাদের শপথ: প্রেস সচিব কড়াইল বস্তিতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মসজিদে তারেক রহমানের আর্থিক অনুদান বেগম জিয়া গণতন্ত্রের জন্য জীবন উৎসর্গ করেছেন সংকট না হলে ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য প্রস্তুত বিএনপি: রিজভী মানবাধিকার প্রতিষ্ঠা করা হবে আমাদের শপথ : সালাউদ্দিন আহমদ

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাদ জুমা দোয়া-প্রার্থনার আহ্বান

নিজস্ব প্রতিবেদক    ৫ ডিসেম্বর ২০২৫, ১০:০৫ এ.এম.
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া-ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আজ শুক্রবার (৫ ডিসেম্বর) বাদ জুমা সারাদেশের মসজিদে বিশেষ দোয়া ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনা আয়োজনের অনুরোধ জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) মন্ত্রণালয়ের সংস্থা-১ শাখা থেকে এ বিষয়ে একটি পত্র জারি করা হয়।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আশু সুস্থতা কামনা করে শুক্রবার দেশের সব মসজিদে বাদ জুমা দোয়া এবং সব মন্দির, প্যাগোডা ও গির্জায় নিজ নিজ ধর্মীয় পদ্ধতিতে প্রার্থনা অনুষ্ঠিত হবে।

এমন আয়োজন নিশ্চিত করতে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালকসহ হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ও খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সচিবদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

খালেদা জিয়ার উপদেষ্টা এনামুল হক চৌধুরী বলেন, যদি ম্যাডামের শারীরিক অবস্থা ভ্রমণের উপযোগী থাকে, তাহলে শুক্রবার সকালে তাকে লন্ডনে নেওয়ার পরিকল্পনা রয়েছে। সবকিছুই তার স্বাস্থ্যের ওপর নির্ভর করছে।

৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনির সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। সর্বশেষ ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে বাসায় ফেরার পর তার শ্বাসকষ্ট বেড়ে যায়। পরবর্তীতে ২৩ নভেম্বর জরুরিভিত্তিতে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা জানান, তিনি নিউমোনিয়াসহ একাধিক জটিল রোগে আক্রান্ত।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যারা খালেদা জিয়াকে শেষ করতে চেয়েছিল, তারাই এখন নিশ্চিহ্ন
রহমাতুল্লাহ যারা খালেদা জিয়াকে শেষ করতে চেয়েছিল, তারাই এখন নিশ্চিহ্ন
স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের আহ্বান ইশরাকের
স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের আহ্বান ইশরাকের
খাঁচা থেকে পালাল সিংহ, নিয়ন্ত্রণের চেষ্টা কর্তৃপক্ষের
মিরপুর চিড়িয়াখানা খাঁচা থেকে পালাল সিংহ, নিয়ন্ত্রণের চেষ্টা কর্তৃপক্ষের