• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
আ. লীগ ছিল গণতন্ত্রের ভয়ংকর শত্রু : তারেক রহমান সব দল প্রস্তুত হওয়ার পর তফশিল চায় এনসিপি খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়ার আয়োজন রাষ্ট্রপতির স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের আহ্বান ইশরাকের জার্মানি থেকে এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে কাতার জুলাই হত্যাকারীদের ফেরানো আমাদের শপথ: প্রেস সচিব কড়াইল বস্তিতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মসজিদে তারেক রহমানের আর্থিক অনুদান বেগম জিয়া গণতন্ত্রের জন্য জীবন উৎসর্গ করেছেন সংকট না হলে ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য প্রস্তুত বিএনপি: রিজভী মানবাধিকার প্রতিষ্ঠা করা হবে আমাদের শপথ : সালাউদ্দিন আহমদ

যুক্তরাষ্ট্র ৩০ দেশের নাগরিকের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা বাড়াচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক    ৫ ডিসেম্বর ২০২৫, ১১:১২ এ.এম.
ডোনাল্ড ট্রাম্প-ফাইল ছবি: এপি, ইউএনবি

যুক্তরাষ্ট্র আরও ৩০ দেশের নাগরিকের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে। এ তথ্য জানিয়েছেন মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি দপ্তরের সেক্রেটারি ক্রিস্টি নোয়েম।

ফক্স নিউজের এক সাক্ষাৎকারে নোয়েম বলেন, “সংখ্যাটা নির্দিষ্টভাবে বলবো না, তবে এটি ৩০-এর বেশি। প্রেসিডেন্ট আরও কিছু দেশ নিয়ে মূল্যায়ন করছেন।”

এ বছরের জুনে ট্রাম্প প্রশাসন ১২টি দেশের নাগরিকদের ওপর যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা এবং আরও ৭টি দেশের ওপর ভ্রমণ সীমাবদ্ধতা আরোপ করেছিল। নিষেধাজ্ঞা অভিবাসী, পর্যটক, শিক্ষার্থী ও ব্যবসায়ী-সব ধরনের ভ্রমণকারীর জন্য প্রযোজ্য।

নোয়েম বলেন, “যেসব দেশে স্থিতিশীল সরকার নেই বা যেসব দেশ নিজেদের নাগরিকদের যথাযথভাবে শনাক্ত করতে পারে না, তাদের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া ঠিক নয়। যদি তারা নিজেদের মানুষকে শনাক্ত করতে না পারে, তাহলে কেন আমরা তাদের যুক্তরাষ্ট্রে আসতে দেব?”

রয়টার্সের একটি প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসন আরও ৩৬টি দেশকে নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত করার কথা বিবেচনা করছে।

তালিকা সম্প্রসারণ হলে এটি হবে সম্প্রতি ওয়াশিংটন ডিসিতে দুই ন্যাশনাল গার্ড সদস্যকে গুলি করে হত্যার ঘটনার পর অভিবাসন-বিষয়ক পদক্ষেপের আরও একটি বড় ধাপ। ঘটনার সঙ্গে একজন আফগান নাগরিক জড়িত ছিলেন, যিনি ২০২১ সালে যুক্তরাষ্ট্রে পুনর্বাসন কর্মসূচির মাধ্যমে প্রবেশ করেছিলেন। ট্রাম্প প্রশাসন দাবি করছে, তখন পর্যাপ্ত যাচাই করা হয়নি।

ঘটনার পর ট্রাম্প ঘোষণা দেন যে তিনি সকল থার্ড ওয়ার্ল্ড দেশের অভিবাসন স্থায়ীভাবে স্থগিত করতে চান। এছাড়া তিনি হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের মাধ্যমে বাইডেন প্রশাসন আমলে অনুমোদিত আশ্রয় প্রার্থীদের মামলা ও ১৯টি দেশের নাগরিকদের গ্রিন কার্ড পুনর্বিবেচনা শুরু করেছেন।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইমরান খানের কারাগার জীবন ও সেনাপ্রধানের বিরুদ্ধে অভিযোগ
ইমরান খানের কারাগার জীবন ও সেনাপ্রধানের বিরুদ্ধে অভিযোগ
ছত্তিশগড়ে সংঘর্ষ: ১২ মাওবাদীসহ নিহত ১৫
ছত্তিশগড়ে সংঘর্ষ: ১২ মাওবাদীসহ নিহত ১৫
নিউইয়র্কে ৮ অভিবাসন বিচারককে বরখাস্ত করেছেন ট্রাম্প
নিউইয়র্কে ৮ অভিবাসন বিচারককে বরখাস্ত করেছেন ট্রাম্প