• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
আ. লীগ ছিল গণতন্ত্রের ভয়ংকর শত্রু : তারেক রহমান সব দল প্রস্তুত হওয়ার পর তফশিল চায় এনসিপি খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়ার আয়োজন রাষ্ট্রপতির স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের আহ্বান ইশরাকের জার্মানি থেকে এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে কাতার জুলাই হত্যাকারীদের ফেরানো আমাদের শপথ: প্রেস সচিব কড়াইল বস্তিতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মসজিদে তারেক রহমানের আর্থিক অনুদান বেগম জিয়া গণতন্ত্রের জন্য জীবন উৎসর্গ করেছেন সংকট না হলে ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য প্রস্তুত বিএনপি: রিজভী মানবাধিকার প্রতিষ্ঠা করা হবে আমাদের শপথ : সালাউদ্দিন আহমদ

স্বাস্থ্যসেবা সচল রাখতে টেকনোলজিস্ট-ফার্মাসিস্টদের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক    ৫ ডিসেম্বর ২০২৫, ০১:১৫ পি.এম.
ছবি: সংগৃহীত

মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের চলমান কর্মবিরতি সরকারি হাসপাতালগুলোতে স্বাস্থ্যসেবা মারাত্মকভাবে ব্যাহত করছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, তাদের দীর্ঘদিনের দাবি বাস্তবায়নে ইতিবাচক অগ্রগতি রয়েছে, তাই রোগীদের সেবা থমকে রাখা উচিত নয়।

শুক্রবার (৫ ডিসেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য অফিসার মোহাম্মাদ মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে রোগীসেবার স্বার্থে সবাইকে দায়িত্বে ফেরার অনুরোধ জানানো হয়েছে।
 
এতে বলা হয়েছে, মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের চলমান কর্মবিরতির কারণে সরকারি হাসপাতালগুলোতে জরুরি ও নিয়মিত সেবার গতি কমে গেছে। এরফলে রোগীরা প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও ওষুধসংশ্লিষ্ট সেবা না পেয়ে ভোগান্তিতে পড়ছেন। এমন পরিস্থিতিতে আন্দোলনকারীদের অবিলম্বে কর্মসূচি প্রত্যাহার করে দায়িত্বে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দীর্ঘদিনের দাবি- দশম গ্রেড বাস্তবায়ন, ইতোমধ্যে অগ্রগতি পর্যায়ে রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর এবং মন্ত্রণালয় প্রয়োজনীয় কাজ সম্পন্ন করে জনপ্রশাসন মন্ত্রণালয়কে অবহিত করেছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের মনোভাবও ইতিবাচক এবং তারা সক্রিয়ভাবে বিষয়টি এগিয়ে নিচ্ছে।
 
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আন্দোলনকারীদের প্রতিনিধিরা সচিব পর্যায়ের বৈঠকে অংশ নিয়ে দাবি বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে অবগত হয়েছেন। আলোচনা ‘ফলপ্রসূভাবে’ এগোলেও পরে তারা কর্মবিরতি অব্যাহত রাখায় মন্ত্রণালয় হতাশা প্রকাশ করে।

মন্ত্রণালয়ের ভাষায়, রোগীদের জিম্মি করে আন্দোলন চালিয়ে যাওয়া স্বাস্থ্যসেবার মতো সংবেদনশীল পেশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। ইতিবাচক সমাধান প্রক্রিয়া চলমান থাকায় আন্দোলনের যৌক্তিকতা আরও কমে যায়।

মন্ত্রণালয় আশঙ্কা প্রকাশ করেছে, রোগীদের সেবা ব্যাহত করা জনস্বার্থের বিপরীতে যায়। তাই কর্মবিরতি অব্যাহত রাখলে সরকার আইনানুগ ব্যবস্থা নেওয়ার সুযোগ রাখবে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৫৭২
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৫৭২
গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু না হলেও হাসপাতালে ভর্তি ৪১০
গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু না হলেও হাসপাতালে ভর্তি ৪১০
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু