• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
আ. লীগ ছিল গণতন্ত্রের ভয়ংকর শত্রু : তারেক রহমান সব দল প্রস্তুত হওয়ার পর তফশিল চায় এনসিপি খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়ার আয়োজন রাষ্ট্রপতির স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের আহ্বান ইশরাকের জার্মানি থেকে এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে কাতার জুলাই হত্যাকারীদের ফেরানো আমাদের শপথ: প্রেস সচিব কড়াইল বস্তিতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মসজিদে তারেক রহমানের আর্থিক অনুদান বেগম জিয়া গণতন্ত্রের জন্য জীবন উৎসর্গ করেছেন সংকট না হলে ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য প্রস্তুত বিএনপি: রিজভী মানবাধিকার প্রতিষ্ঠা করা হবে আমাদের শপথ : সালাউদ্দিন আহমদ

গৃহবধুকে যৌতুকের দাবিতে নির্যাতনের পর হত্যার অভিযোগ

সাতক্ষীরা প্রতিনিধি    ৫ ডিসেম্বর ২০২৫, ০৩:১৩ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

সংবাদ সম্মেলনে সুমি খাতুনের বাবার দাবি একটি মোটরসাইকেল জন্য শ্বশুর-শাশুড়ি তাকে নির্মমভাবে মারধর করে হত্যা করে ঝুলিয়ে রেখে বলছে আত্মহত্যা করেছে।

সাতক্ষীরার তালায় যৌতুকের দাবিতে নির্যাতনের পর এক গৃহবধুকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের বাবা বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বেলা ৪ টার সময় তালা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে নিহতের বাবা মোঃ আনিছুর রহমান জানান, প্রায় ৫ মাস আগে কলারোয়া উপজেলার বাকসা গ্রামের জাফ্ফার বিশ্বাসের ছেলে মাতিন বিশ্বাস (রনি) এর সঙ্গে তাঁর মেয়ে সুমি খাতুন (১৮) বিয়ে হয়। বিয়ের সময় আংটি, মোবাইল ফোন ও আসবাবপত্র দেওয়া হয়। পাশাপাশি একটি মোটরসাইকেল দেওয়ার কথাও ছিল।

তিনি অভিযোগ করেন, যৌতুকের সেই মোটরসাইকেলের দাবিতে তাঁর মেয়েকে শ্বশুর জাফ্ফার বিশ্বাস ও শাশুড়ি মুসলিমা বেগম নিয়মিত শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন। প্রায় এক মাস আগে মারধর করে মেয়েকে বাবার বাড়িতে পাঠানো হয় এবং বলা হয়, মোটরসাইকেল না দিলে এ বাড়িতে থাকতে পারবে না। পরে অনেক অনুরোধ ও সমঝোতার পর মেয়েকে আবার শ্বশুরবাড়িতে পাঠানো হয়।

গত ১ ডিসেম্বর রাত ১১টার দিকে নিহতের স্বামী মাতিন বিশ্বাস (রনি) ফোন করে জানায় তাঁর স্ত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। খবর পেয়ে রাতেই বাড়িতে গিয়ে তারা দেখতে পান গৃহবধুকে ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে।

অভিযোগ করে আনিছুর রহমান বলেন, তাঁর মেয়েকে প্রায়ই নির্যাতন করা হতো। খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে অচেতন করে ধর্ষণ করা হতো।

বিষয়টি তার স্বামীকে জানাতে চাওয়ায় শ্বশুর-শাশুড়ি ঘটনা টের পেয়ে তাকে নির্মমভাবে মারধর করে হত্যা করে ঝুলিয়ে রাখে বলে তিনি দাবি করেন। তিনি দোষীদের গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন এবং ন্যায়বিচার পেতে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আরাকান আর্মির হাতে টেকনাফের ৬ জেলে আটক
আরাকান আর্মির হাতে টেকনাফের ৬ জেলে আটক
ভাঙ্গায় বাসচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
ভাঙ্গায় বাসচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
পঞ্চগড়ে বাড়ছে শীতের দাপট, তাপমাত্রা ১২ ডিগ্রিতে
পঞ্চগড়ে বাড়ছে শীতের দাপট, তাপমাত্রা ১২ ডিগ্রিতে