ফুটবল বিশ্বকাপের ড্র : জেনে নিন পটবিন্যাস

আর মাত্র কয়েক মাস পরই শুরু হচ্ছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রীড়া আসর—ফুটবল বিশ্বকাপ। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৬ বিশ্বকাপে খেলবে মোট ৪৮ দল। এর মধ্যেই ৪২টি দলের অংশগ্রহণ নিশ্চিত হয়েছে।
আগামী শুক্রবার (৫ ডিসেম্বর) ওয়াশিংটন ডিসিতে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হবে এবারের বিশ্বকাপের গ্রুপ-পর্বের ড্র। বাংলাদেশ সময় রাত ১১টায় জন এফ. কেনেডি সেন্টার ফর পারফর্মিং আর্টসে শুরু হবে অনুষ্ঠানটি। এতে উপস্থিত থাকবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বিশ্বকাপের গ্রুপ নির্ধারণে চারটি পট থেকে একটি করে দল তুলে প্রতিটি গ্রুপ গঠন করা হবে। তবে মহাদেশভিত্তিক কিছু বিধিনিষেধ থাকবে। এশিয়া, আফ্রিকা, দক্ষিণ ও উত্তর আমেরিকার দুটি দল একই গ্রুপে পড়বে না। ইউরোপ থেকে বেশি দল অংশ নেওয়ায় একই গ্রুপে ইউরোপের দুটি দল থাকতে পারে।
উদাহরণ হিসেবে, পট–১ থেকে ব্রাজিল বা আর্জেন্টিনা পট–২ এর উরুগুয়ে বা কলম্বিয়ার মুখোমুখি হবে না। পট–৩ থেকেও তারা প্যারাগুয়েকে পাবে না। তবে পট–১ এর ফ্রান্সের বিপক্ষে পট–২ এর ক্রোয়েশিয়া বা সুইজারল্যান্ড কিংবা পট–৩ এর নরওয়ে বা স্কটল্যান্ড পড়তে পারে।
পটবিন্যাস
পট–১: কানাডা, মেক্সিকো, যুক্তরাষ্ট্র, স্পেন, আর্জেন্টিনা, ফ্রান্স, ইংল্যান্ড, ব্রাজিল, পর্তুগাল, নেদারল্যান্ডস, বেলজিয়াম, জার্মানি
পট–২: ক্রোয়েশিয়া, মরক্কো, কলম্বিয়া, উরুগুয়ে, সুইজারল্যান্ড, জাপান, সেনেগাল, ইরান, দক্ষিণ কোরিয়া, ইকুয়েডর, অস্ট্রিয়া, অস্ট্রেলিয়া
পট–৩: নরওয়ে, পানামা, মিসর, আলজেরিয়া, স্কটল্যান্ড, প্যারাগুয়ে, তিউনিসিয়া, আইভরিকোস্ট, উজবেকিস্তান, কাতার, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা
পট–৪: জর্ডান, কেপ ভার্দে, ঘানা, কুরাসাও, হাইতি, নিউজিল্যান্ড এবং প্লে–অফ থেকে আসা আরও ৬ দল
ভিওডি বাংলা/ আরিফ







