• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
আ. লীগ ছিল গণতন্ত্রের ভয়ংকর শত্রু : তারেক রহমান সব দল প্রস্তুত হওয়ার পর তফশিল চায় এনসিপি খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়ার আয়োজন রাষ্ট্রপতির স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের আহ্বান ইশরাকের জার্মানি থেকে এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে কাতার জুলাই হত্যাকারীদের ফেরানো আমাদের শপথ: প্রেস সচিব কড়াইল বস্তিতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মসজিদে তারেক রহমানের আর্থিক অনুদান বেগম জিয়া গণতন্ত্রের জন্য জীবন উৎসর্গ করেছেন সংকট না হলে ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য প্রস্তুত বিএনপি: রিজভী মানবাধিকার প্রতিষ্ঠা করা হবে আমাদের শপথ : সালাউদ্দিন আহমদ

ফ্রিজের বরফ জমা মাছ-মাংস দ্রুত গলানোর নিরাপদ কৌশল

লাইফস্টাইল    ৫ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৯ পি.এম.
ছবি: সংগৃহীত

বাজারে যাওয়ার সময় না থাকার কারণে অনেকেই সপ্তাহের বাজার একদিনেই করে রাখেন। এতে বাধ্য হয়ে মাছ-মাংস ফ্রিজে রাখতে হয়, যা দ্রুত বরফ হয়ে যায়। তাড়াহুড়ার সময় বরফ গলতে ১ ঘণ্টা বা তার বেশি সময় লাগতে পারে।

অনেকে দ্রুত গলানোর জন্য গরম পানি, মাইক্রোওয়েভ বা রুম টেম্পারেচারে রাখেন। তবে এগুলো মাছ-মাংসের স্বাদ ও পুষ্টিগুণ নষ্ট করতে পারে এবং ব্যাকটেরিয়া বৃদ্ধির ঝুঁকি বাড়ায়। মাত্র ১০ মিনিটেই নিরাপদ ও কার্যকর উপায়ে বরফ গলানো সম্ভব।

কিভাবে গলাবেন:

১. ঈষদুষ্ণ লবণ-পানি:
লিটার পানি ও ২ চামচ লবণ মিশিয়ে মাছ-মাংসকে এয়ারটাইট প্যাকিংসহ ডুবিয়ে রাখুন। ৮–১০ মিনিটের মধ্যে বরফ নরম হবে। গরম পানি ব্যবহার করবেন না এবং মাছ-মাংসে পানি ঢোকে না, তা নিশ্চিত করুন।

২. ধাতুর ট্রে বা কড়াই:
একটি অ্যালুমিনিয়াম ট্রে উল্টা করে কড়াইয়ের উপর রাখুন। মাছ-মাংস রাখার পর উপরে ধাতব পাত চাপ দিন। দুই ধাতব স্তরের মাধ্যমে তাপ দ্রুত চলাচল করে বরফ দ্রুত গলে যাবে।

৩. ঠান্ডা পানির ব্যবহার:
বরফ জমা মাছ-মাংস কলের নিচে চলমান ঠান্ডা পানির মধ্যে রাখুন। এতে বরফ দ্রুত গলবে এবং ব্যাকটেরিয়া বৃদ্ধির সম্ভাবনা কমবে।

৪. ভিনিগার স্প্রে করা:
মাছ বা মাংসের গায়ে হালকা ভিনিগার স্প্রে করুন। অ্যাসিডের কারণে বরফ দ্রুত গলে যাবে এবং কাঁচা গন্ধ কমবে। ৫ মিনিট পর ধুয়ে ফেলুন। বেশি সময় বা বেশি ভিনিগার ব্যবহার করবেন না।

ভুল পদ্ধতি এড়িয়ে চলুন:
রোদে ফেলে রাখা, গরম ফুটন্ত পানি ব্যবহার বা দীর্ঘ সময় রুম টেম্পারেচারে রাখা থেকে বিরত থাকুন। এতে ব্যাকটেরিয়া জন্ম হতে পারে যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।

পরামর্শ:
মাছ-মাংস ছোট ছোট প্যাকেটে ভাগ করুন। এতে একবারে সব ডিফ্রস্ট করতে হবে না এবং বরফ দ্রুত গলবে।

সূত্র: ফুড অ্যান্ড হোম, দ্য স্প্রুস ইটস

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মৌমাছির বিষে এক ঘণ্টায় ধ্বংস স্তন ক্যানসার কোষ
মৌমাছির বিষে এক ঘণ্টায় ধ্বংস স্তন ক্যানসার কোষ
বাড়িতে সহজে তৈরি করুন সুস্বাদু বেগুন-টমেটোর ভর্তা
বাড়িতে সহজে তৈরি করুন সুস্বাদু বেগুন-টমেটোর ভর্তা
রোদ ও শীতের ত্বক রক্ষার সহজ উপায়
বাড়িতে তৈরি সানস্ক্রিন: রোদ ও শীতের ত্বক রক্ষার সহজ উপায়