মারা গেলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর

পাকিস্তানের জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ও কনটেন্ট ক্রিয়েটর পেয়ারি মরিয়ম সন্তান জন্মদানের সময় মারা গেছেন। তার স্বামী আহসান আলী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
মরিয়ম যমজ সন্তানের প্রসব শুরু হলে হাসপাতালে ভর্তি হন। তবে জটিলতার কারণে তার শারীরিক অবস্থার হঠাৎ অবনতি ঘটে এবং চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও সন্তান জন্মদানের সময় তিনি মারা যান। যদিও আল্লাহর রহমতে তাদের যমজ দুই ছেলে সুস্থ আছেন।
মরিয়মের মৃত্যুর পর সামাজিক মাধ্যমে নানা গুজব ছড়ানোর বিষয়ে পরিবার জানিয়েছে, অনুগ্রহ করে গুজব থেকে দূরে থাকুন এবং মরিয়মের আত্মার শান্তির জন্য দোয়া করুন।
সহকর্মী ইনফ্লুয়েন্সার ফাতিমা জাফরি শোকবার্তায় বলেছেন, মরিয়মের মৃত্যু মাতৃত্বকালীন ঝুঁকির প্রতি আরও সচেতন হওয়ার প্রয়োজনীয়তার বার্তা দেয়।
ভিওডি বাংলা/জা







