জুলাই হত্যাকারীদের ফেরানো আমাদের শপথ: প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ‘জুলাই হত্যাকারীদের দেশে ফিরিয়ে আনা আমাদের মূল লক্ষ্য। এটা আমাদের শপথ ও অঙ্গীকার। চব্বিশের জুলাইয়ের আন্দোলনে ফ্যাসিস্ট সরকার অসংখ্য শিক্ষার্থী ও মানুষকে হত্যা করেছিল।’
শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে মাগুরা সরকারি মডেল স্কুল মাঠে আন্তকলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনের পর সাংবাদিকদের প্রশ্নে তিনি এসব কথা বলেন।
তারেক রহমানের দেশে ফেরা নিয়ে প্রশ্নে প্রেস সচিব বলেন, ‘তারেক রহমানের দেশে ফেরায় সরকারের পক্ষ থেকে কোনো বাধা নেই। তার দেশে ফেরা সম্পূর্ণ ব্যক্তিগত ও তার দলের বিষয়।’
‘মাইনাস ফোর’ আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, ‘যারা মাইনাস ফোর ফর্মুলার কথা বলছে তারা স্বৈরাচারের দোসরদের দল থেকে আসে। সরকারের পক্ষ থেকে কখনোই মাইনাস ফোর নিয়ে কিছু বলা হয়নি। যে ব্যক্তি মাইনাস হয়েছেন, তিনি হত্যাযোগ্য অপরাধের কারণে মাইনাস হয়েছেন।’
শফিকুল আলম আরও বলেন, ‘শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে মৃত্যুদণ্ডের রায় হয়েছে, আমরা চাই তাদের দেশে এক্সট্রাডিশন করা হোক। তাদের আপিলের অধিকার আছে। দেশি-বিদেশি নিয়ম মেনে তাদের রায় দ্রুত কার্যকর করতে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নেবো।’
তিনি বলেন, ‘যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত—যাদের হাতে রক্তের দাগ—তাদের সবাইকে আমরা দেশে ফিরিয়ে আনব। এটা শহীদদের কাছে আমাদের দায়, আমাদের শপথ। আমরা ব্যর্থ হলে পরবর্তী প্রজন্ম তা করবে। এখানে কারও জন্য ছাড় নেই। দেশের সব মানুষ ঐক্যবদ্ধ। যারা সন্তানদের হত্যা করেছে বা পঙ্গু করেছে, তাদের বিচার নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার।’
নির্বাচন প্রসঙ্গে প্রেস সচিব বলেন, ‘১৫ ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন প্রতিহত করার মতো শক্তি নেই। সব দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন হবে।’
এর আগে শফিকুল আলম আন্তকলেজ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদের, মাগুরা পৌরসভার প্রশাসক ইমতিয়াজ হোসেন, জেলা ক্রীড়া কর্মকর্তা বিএম সাজিন ইসরাত ও ক্রীড়া সংগঠক বারিক ননজাম বারকি উপস্থিত ছিলেন।
ভিওডি বাংলা/ আরিফ







