• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
আ. লীগ ছিল গণতন্ত্রের ভয়ংকর শত্রু : তারেক রহমান সব দল প্রস্তুত হওয়ার পর তফশিল চায় এনসিপি খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়ার আয়োজন রাষ্ট্রপতির স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের আহ্বান ইশরাকের জার্মানি থেকে এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে কাতার জুলাই হত্যাকারীদের ফেরানো আমাদের শপথ: প্রেস সচিব কড়াইল বস্তিতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মসজিদে তারেক রহমানের আর্থিক অনুদান বেগম জিয়া গণতন্ত্রের জন্য জীবন উৎসর্গ করেছেন সংকট না হলে ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য প্রস্তুত বিএনপি: রিজভী মানবাধিকার প্রতিষ্ঠা করা হবে আমাদের শপথ : সালাউদ্দিন আহমদ

রাজবাড়ীর গোয়ালন্দে হুসাইন ডিউরেবল পলিমার লিমিটেডের উদ্বোধন

রাজবাড়ী প্রতিনিধি    ৫ ডিসেম্বর ২০২৫, ০৬:১৩ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

“আধুনিক যুগের টেকসই সমাধান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর গোয়ালন্দে হুসাইন ডিউরেবল পলিমার লিমিটেডের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। 

শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে গোয়ালন্দ উপজেলার জমিদার ব্রিজ এলাকায় প্রতিষ্ঠানের নিজস্ব কারখানা প্রাঙ্গণে উদ্বোধনী আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এবং সৌদি কনস্ট্রাকশনের সিইও মোবাররক।

উদ্বোধনী অনুষ্ঠানের আগে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। পরে স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানের মার্কেটিং জিএম কাওসার সরদার ও সিইও আয়ুব রানা। এরপর বিভিন্ন জেলা থেকে আগত ডিলাররা হুসাইন ডিউরেবল পলিমার লিমিটেডের প্রতি নিজেদের প্রত্যাশা, আস্থা এবং সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা, উপজেলা বিএনপির সহসভাপতি আয়ুব আলী খান, সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ, হুসাইন ডিউরেবল পলিমার লিমিটেডের  আইভিওয়াই মেশিনারির ম্যানেজিং ডিরেক্টর হাসান ইমাম, প্রশাসনিক কর্মকর্তা সুলতান মোল্লা প্রমুখ। 

হুসাইন ডিউরেবল পলিমার লিমিটেডের চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ বলেন, “আমরা দেশের বাজারে একটি টেকসই, নির্ভরযোগ্য ও আন্তর্জাতিক মানের পলিমার পণ্য পৌঁছে দিতে বদ্ধপরিকর। হুসাইন ডিউরেবল পলিমার লিমিটেড শুধু একটি কোম্পানি নয়, এটি বাংলাদেশের স্থানীয় শিল্পের বিকাশ, কর্মসংস্থান সৃষ্টি এবং শিল্পায়নকে গতিশীল করার একটি মিশন। আমরা চাই, মানুষ ন্যায্য দামে উচ্চমানের দেশীয় পণ্য ব্যবহার করুক এবং বিদেশি পণ্যের ওপর নির্ভরতা কমুক।"

তিনি আরও বলেন, “রাজবাড়ী থেকে আমাদের যাত্রা শুরু হলেও অদূর ভবিষ্যতে দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত আমাদের সেবা পৌঁছে যাবে। আমরা ডিলারদের সঙ্গে অংশীদারিত্ব ও বাজার বিস্তারের মাধ্যমে একটি শক্তিশালী শিল্প নেটওয়ার্ক গড়ে তুলতে চাই। আপনাদের সহযোগিতা থাকলে হুসাইন ডিউরেবল খুব দ্রুত দেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ডে পরিণত হবে বলে আমি বিশ্বাস করি।”

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আরাকান আর্মির হাতে টেকনাফের ৬ জেলে আটক
আরাকান আর্মির হাতে টেকনাফের ৬ জেলে আটক
ভাঙ্গায় বাসচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
ভাঙ্গায় বাসচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
পঞ্চগড়ে বাড়ছে শীতের দাপট, তাপমাত্রা ১২ ডিগ্রিতে
পঞ্চগড়ে বাড়ছে শীতের দাপট, তাপমাত্রা ১২ ডিগ্রিতে