পাকিস্তানকে হারিয়ে সিরিজে সমতায় বাংলাদেশ

তিক্ততার স্বাদ নয়—এবার হাসিমুখেই মাঠ ছেড়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। কক্সবাজারে পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ৬ বল হাতে রেখে ৩ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে সিরিজেও ১-১ সমতা ফিরিয়েছে মেয়েরা।
৮১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় মাত্র ৪ রানেই আউট হন অধিনায়ক অরিত্রী মণ্ডল (২)। এরপর একে একে আরও তিন ব্যাটার ফিরে গেলে ম্যাচে প্রথম টি-টোয়েন্টির মতো ব্যাটিং বিপর্যয়ের শঙ্কা জেগেছিল। তবে সেই পরিস্থিতি সামাল দেন ওপেনার সুমাইয়া আক্তার।
৩৬ রানে ৪ উইকেট হারানো অবস্থায় পঞ্চম উইকেটে ফারজানা ইয়াসমিনকে সঙ্গে নিয়ে ২৭ রানের জুটি গড়ে ম্যাচ ঘুরিয়ে দেন সুমাইয়া। তবে দুজনই দলীয় ৬৩ রানে আউট হন। ইয়াসমিন করেন ১০ রান, আর ম্যাচে বাংলাদেশের সর্বোচ্চ রান আসে সুমাইয়ার ব্যাট থেকে—৩২।
শেষ দিকে আরেকটি উইকেট গেলেও ১৩ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জয়ের পথে নিয়ে যান সাদিয়া আক্তার। পাকিস্তানের হয়ে আলিশা মুক্তিয়ার ও মেমোনা খালিদ নেন ২টি করে উইকেট।
এর আগে প্রথমে ব্যাট করে ৮০ রানের বেশি করতে পারেনি পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল। অধিনায়ক ইমান নাসেরকে তুলে নিয়ে পাকিস্তানের ইনিংসের সূচনায় আঘাত হানেন অতসী মজুমদার। তবে বাকি ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে দেন হাবিব ইসলাম পিংকি। মাত্র ১৭ রান খরচায় ৪ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার জেতেন তিনি। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ২৮ রান করেন উইকেটরক্ষক কমল খান।
সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ৭ ডিসেম্বর, কক্সবাজারেই।
ভিওডি বাংলা/ আরিফ







