মেসি জানালেন ২০২৬ বিশ্বকাপে ফেভারিট কারা

২০২৬ বিশ্বকাপে শিরোপা ধরে রাখা কতটা কঠিন চ্যালেঞ্জ হতে যাচ্ছে—তা ভালোভাবেই জানেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি। আগামী জুন–জুলাইয়ে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হবে ফুটবলের সবচেয়ে বড় এই আসর। আজ শুক্রবার জানা যাবে বর্তমান চ্যাম্পিয়নদের গ্রুপ পর্ব ও সম্ভাব্য পথচলার রূপরেখা।
এর আগেই মেসি সতর্ক করে দিয়েছেন, ২০২২ সালের অর্জন পুনরায় ছোঁয়া সহজ হবে না। কাতার বিশ্বকাপে ফ্রান্স ব্যাক-টু-ব্যাক শিরোপার খুব কাছাকাছি পৌঁছালেও মেসির অনুপ্রেরণামূলক নেতৃত্ব ও এমিলিয়ানো মার্টিনেসের নৈপুণ্যে শেষ পর্যন্ত ট্রফি জিতে নেয় আর্জেন্টিনা।
এবারও শীর্ষ ফেভারিটদের তালিকায় থাকলেও মেসির মতে, প্রতিদ্বন্দ্বিতা হবে আরও কঠিন। ইএসপিএনকে তিনি বলেন,
‘স্পেন, ফ্রান্স, ইংল্যান্ড, ব্রাজিল—অনেক দিন ধরে শিরোপা পায়নি; আবার জার্মানিও খুব শক্তিশালী। কাজটা কঠিন, তবে আমরা লড়ব এবং নিজেদের সবটুকু দেব।’
তার এই মন্তব্যের পর আলোচনায় এসেছে বাদবাকি দলের প্রসঙ্গ। বিশেষ করে, সম্ভাব্য চ্যালেঞ্জারদের তালিকায় পর্তুগাল ও ক্রিস্তিয়ানো রোনালদোর নাম উল্লেখ না করায় বিষয়টি কৌতূহলের জন্ম দিয়েছে।
যদিও বাজি ধরাদের বিশ্লেষণে পর্তুগাল রয়েছে ফেভারিট তালিকার ছয় নম্বরে। ড্রাফটকিংসের তথ্য অনুযায়ী, ২০২৬ বিশ্বকাপ জয়ের দৌড়ে শীর্ষ ফেভারিট স্পেন। এরপরই ইংল্যান্ড, তারপর ফ্রান্স ও ব্রাজিল। শীর্ষ পাঁচে রয়েছে আর্জেন্টিনাও। তাদের ঠিক পরেই পর্তুগাল।
ভিওডি বাংলা/ আরিফ







