• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের আহ্বান ইশরাকের

নিজস্ব প্রতিবেদক    ৫ ডিসেম্বর ২০২৫, ০৭:১৩ পি.এম.
ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। ছবি: ভিওডি বাংলা

আসন্ন জাতীয় নির্বাচনকে সুষ্ঠু, স্বচ্ছ ও শান্তিপূর্ণ করার আহ্বান জানিয়ে বিএনপির ঢাকা-৬ আসনের মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন,  ক্ষমতার সংঘাতে দেশকে আর পিছিয়ে পড়তে দেওয়া যাবে না। তিনি বলেন, দেশের মানুষ মারামারি–হানাহানি নয়, শান্তি ও স্থিতিশীলতা চায়, নতুন প্রজন্মও একটি শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ প্রত্যাশা করে।

শুক্রবার (৫ ডিসেম্বর) রাজধানীর সূত্রাপুরের কলতা বাজারে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত এক দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

ইশরাক জানান, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার প্রক্রিয়া চলমান রয়েছে। তিনি জানান, খালেদা জিয়া বর্তমানে অত্যন্ত অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন আছেন, তবে প্রত্যাশিত উন্নতি এখনো নিশ্চিত নয়।

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবায়দা রহমান দেশে এসে খালেদা জিয়ার পাশে দাঁড়িয়েছেন এবং তাকেই সম্ভবত খালেদা জিয়াকে সঙ্গে করে লন্ডনে উন্নত চিকিৎসার জন্য নিতে দেখা যাবে।

 তিনি বলেন,খালেদা জিয়া বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের সংকটময় সময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি কারাবরণ করেছেন, উচ্ছেদ হয়েছেন, তবুও জাতীয় স্বার্থে কখনো আপোষ করেননি।”

আসন্ন জাতীয় নির্বাচনের প্রসঙ্গ উল্লেখ করে ইশরাক বলেন,আমরা আগামী নির্বাচনটি চাই একটি সুষ্ঠু, সঠিক এবং স্বচ্ছ নির্বাচন ব্যবস্থার মাধ্যমে শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তর হোক। ক্ষমতার লড়াইয়ের কারণে দেশ বারবার পিছিয়ে যাক—এটি আমরা কেউই চাই না। দেশে মারামারি, হানাহানি, কাটাকাটি—নতুন প্রজন্ম এসব দেখতে চায় না, এবং আমরাও চাই না। আমরা সবাই শান্তি চাই।

তিনি আরও জানান, ঢাকা-৬ নির্বাচনী এলাকার মানুষ তার পরিবারের সঙ্গে আত্মিকভাবে যুক্ত, এবং তিনি আগামী দিনে গণতান্ত্রিক অগ্রযাত্রায় জনগণের সমর্থন কামনা করেন।

দোয়া মাহফিলে খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে তিনি সবার প্রতি অনুরোধ জানান। “মুসলমান, হিন্দু, খ্রিস্টান—দল-মত নির্বিশেষে সবাই তাঁর সুস্থতার জন্য দোয়া করছে,” বলেন ইশরাক।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তারেক রহমানকে প্রথমে শোকজ করা উচিত: আসিফ
তারেক রহমানকে প্রথমে শোকজ করা উচিত: আসিফ
মিটিং-মিছিল আর দোষারোপের রাজনীতি নয়: তারেক রহমান
মিটিং-মিছিল আর দোষারোপের রাজনীতি নয়: তারেক রহমান
শিশুদের খেলাধুলা ও সৃজনশীল চর্চায় উৎসাহের আহ্বান ইশরাকের
শিশুদের খেলাধুলা ও সৃজনশীল চর্চায় উৎসাহের আহ্বান ইশরাকের