• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

এনসিপি নেতা মাসউদের জীবনসাথী ছাত্রশক্তির জেদনী

ভিওডি বাংলা ডেস্ক    ৫ ডিসেম্বর ২০২৫, ১০:৩১ পি.এম.
আব্দুল হান্নান মাসউদ বিয়ে করেছেন। সংগৃহীত ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ বিয়ে করেছেন। জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক শ্যামলী সুলতানা জেদনীর সঙ্গে তার বিয়ে সম্পন্ন হয়েছে।

শুক্রবার (৫ ডিসেম্বর) এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে এ তথ্য জানান। তিনি লেখেন, “জুলাইয়ের অনুপ্রেরণা নিয়ে গড়ে ওঠা দু’জন রাজনীতিবিদের এই আয়োজনে থাকতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি।”

এর আগে গত ১৮ সেপ্টেম্বর রাজধানীর কামরাঙ্গীরচরে জেদনীর বাসায় দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে তাদের বাগদান সম্পন্ন হয়।

পরিবার সূত্র জানায়, শ্যামলী সুলতানা জেদনী লক্ষ্মীপুর জেলার বাসিন্দা এবং বর্তমানে জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চট্টগ্রাম-৮ আসনে জামায়াত নেতার অনড় অবস্থান
জোটের সিদ্ধান্ত অমান্য: চট্টগ্রাম-৮ আসনে জামায়াত নেতার অনড় অবস্থান
তারেক রহমানের পক্ষে ধানের শীষ প্রতীক বরাদ্দ
ঢাকা-১৭: তারেক রহমানের পক্ষে ধানের শীষ প্রতীক বরাদ্দ
নাভিদ-তৌহিদের নেতৃত্বে এনপিএ'র আহ্বায়ক কমিটি গঠন
নাভিদ-তৌহিদের নেতৃত্বে এনপিএ'র আহ্বায়ক কমিটি গঠন