• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ঢাকায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা নেমে ১৮ ডিগ্রি

নিজস্ব প্রতিবেদক    ৬ ডিসেম্বর ২০২৫, ১০:২৭ এ.এম.
ঢাকায় শীতের অনুভূতি বাড়ছে- ছবি-ভিওডি বাংলা

ঢাকাসহ আশপাশের এলাকায় শীতের অনুভূতি জেঁকে বসেছে। শনিবার (৬ ডিসেম্বর) সকালে রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৮ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বেলা বাড়ার সঙ্গে তাপমাত্রা কিছুটা বাড়লেও সারাদিনই আবহাওয়া শুষ্ক থাকবে। শনিবার সকাল ৭টায় প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, দিনের প্রথমার্ধে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ পরিষ্কার থাকবে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ১৮.৪ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ৬৫ শতাংশ। আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৮.২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৯ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত হয়নি।

এদিকে সারাদেশে আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া শুষ্ক থাকবে। শেষ রাত থেকে ভোর পর্যন্ত দেশের কিছু এলাকায় হালকা কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ১১ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ২৯ মিনিটে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজধানীতে বাড়ছে শীতের তীব্রতা
রাজধানীতে বাড়ছে শীতের তীব্রতা
ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে আজ
ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে আজ
ভূমিকম্পের পর এবার ধেয়ে আসছে ঘূর্ণিঝড়
ভূমিকম্পের পর এবার ধেয়ে আসছে ঘূর্ণিঝড়