• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সৌদি সিনেমা উৎসবে ঐশ্বরিয়া রাইয়ের বিশেষ উপস্থিতি

বিনোদন ডেস্ক    ৬ ডিসেম্বর ২০২৫, ১০:৫৬ এ.এম.
‘রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’-ঐশ্বরিয়া রাই -ছবি: সংগৃহীত

বিশ্ব সিনেমার অন্যতম আকর্ষণীয় কেন্দ্র হিসেবে দ্রুতই উঠে এসেছে সৌদি আরব। সারা বছরজুড়ে দেশটিতে অনুষ্ঠিত হয় নানা চলচ্চিত্র উৎসব ও তারকাদের উপস্থিতি। সেই ধারাবাহিকতায় ৪ ডিসেম্বর জমকালো আয়োজনের মাধ্যমে শুরু হয়েছে ‘রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’-এর পঞ্চম আসর। ১০ দিনের এই উৎসবে ৫০টির বেশি দেশের শতাধিক চলচ্চিত্র প্রদর্শিত হবে।

উদ্বোধনী দিনের রেড কার্পেটেই যেন তারকার মেলা বসে। হাজির ছিলেন অ্যাড্রিয়েন ব্রডি, ঐশ্বরিয়া রাই, কার্স্টেন ডানস্ট, ভিন ডিজেল, জেসিকা আলবা, কুইন লতিফা, ডাকোটা জনসন, আনা ডি আরমাস, রিজ আহমেদ, নাওমি হ্যারিস, উমা থারম্যান ও কৃতি শ্যাননসহ বহু নামকরা তারকা। এ ছাড়া সম্মাননা পেয়েছেন শিল্পী জুলিয়েট বিনোশে, স্যার মাইকেল কেইন ও স্ট্যানলি টং।

উৎসবের প্রথম দিনের বিশেষ আকর্ষণ ছিল বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাইয়ের এক ঘণ্টার সেশন। সেখানে নিজের দীর্ঘ অভিনয়জীবন, সিদ্ধান্ত নেওয়ার দৃঢ়তা এবং শেখার মানসিকতা নিয়ে অকপটে কথা বলেন তিনি। ঐশ্বরিয়ার ভাষায়, “জীবনে কোনো সিদ্ধান্ত নিতে দ্বিধায় পড়িনি। অন্যরা কী বলল সে বিষয়ে কখনোই প্রভাবিত হইনি, অনিরাপদও লাগেনি। হয়তো এ কারণেই আজ এই অবস্থানে আসতে পেরেছি।”

তিনি জানান, তাঁর জীবনে শেখার প্রক্রিয়া কখনো থেমে থাকেনি। বিজ্ঞান বিভাগ থেকে স্থাপত্য, আর সেখান থেকে অভিনয়-প্রতিটি ধাপই ছিল নতুন অভিজ্ঞতা। “ডাক্তার হতে চেয়েছিলাম, পরে স্থাপত্যে পড়েছি। এরপর ভাগ্য আমাকে নিয়ে এসেছে অভিনয়ে। আজও নিজেকে শিক্ষার্থী মনে করি,” বলেন তিনি।

ঐশ্বরিয়া আরও বলেন, বড় বাজেট নয়-ভালো গল্পই তাকে বেশি আকর্ষণ করে। ‘দেবদাস’-এর মতো ব্যয়বহুল ছবির পর তিনি বেছে নিয়েছিলেন ঋতুপর্ণ ঘোষের ‘চোখের বালি’। তাঁর মতে, “দেবদাসের পর সবাই আমার পরের বড় প্রজেক্ট নিয়ে ভাবছিল। কিন্তু আমি ‘চোখের বালি’ করেছি, কারণ ভালো গল্পই আমাকে তৃপ্তি দেয়।”

ভিওডি বাংলা/জা
 

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকায় এসেও কনসার্ট স্থগিত পাকিস্তানি ব্যান্ড ‘কাভিশ’
ঢাকায় এসেও কনসার্ট স্থগিত পাকিস্তানি ব্যান্ড ‘কাভিশ’
পিঠার টানে ঢাকা ছাড়লেন পরীমণি
পিঠার টানে ঢাকা ছাড়লেন পরীমণি
অভিনেতা তিনু করিম লাইফ সাপোর্টে
অভিনেতা তিনু করিম লাইফ সাপোর্টে