• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মাদারীপুর-১ আসনে কামাল জামান মোল্লার সমর্থকদের মশাল মিছিল

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি    ৬ ডিসেম্বর ২০২৫, ১২:৩৯ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

মাদারীপুর-১ (শিবচর) আসনে বিএনপির সম্ভাব্য এমপি প্রার্থী হিসেবে দীর্ঘ দিন রাজপথে সক্রিয় থাকা জননেতা কামাল জামান মোল্লাকে মনোনয়ন বঞ্চিত এবং পূর্বে প্রদত্ত তার নমিনেশন স্থগিতের প্রতিবাদে শিবচরে অনুষ্ঠিত হয়েছে বিশাল মশাল মিছিল।

শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় শিবচরের ঐতিহ্যবাহী হাতিরবাগান মাঠ থেকে ৭১ সড়ক পর্যন্ত হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে এ মশাল মিছিল বের হলে পুরো এলাকা স্লোগানে মুখরিত হয়ে ওঠে। মিছিলকারীদের একটাই দাবি-মনোনয়ন ফিরিয়ে দিন কামাল জামান মোল্লাকে।

মনোনয়ন বঞ্চিত হওয়ার অভিযোগে ক্ষোভ প্রকাশ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে কামাল জামান মোল্লা বলেন-আমাকে শিবচরে জনগণের দাবির ভিত্তিতে নমিনেশন দেওয়া হয়েছিল। কিন্তু একটি কুচক্রী মহল ষড়যন্ত্র করে সেই মনোনয়ন স্থগিত করিয়ে অন্য একজনকে মনোনয়ন দিয়েছে।আমি জানি না উনাকে কে বা কারা মনোনয়ন দিয়েছে?শিবচরের জনগণ তাকে চায় না।

তিনি আরও বলেন-আমি দীর্ঘ ১৭ বছর যাবৎ রাজপথে আছি। বিএনপির এমন কোন কর্মসূচি, মিছিল বা সংগ্রাম নেই যেখানে আমি অংশ নেইনি। দলের জন্য জেল খেটেছি, ব্যবসা-বাণিজ্য নষ্ট হয়েছে, নির্যাতন সহ্য করেছি। তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে সবসময় মাঠে ছিলাম। কিন্তু যাকে নমিনেশন দেওয়া হয়েছে, তিনি শিবচরে কোনো মিছিল-মিটিং করেননি।জেল খাটেনি,জুলুম নির্যাতনের শিকার হয়নি।

কামাল জামান মোল্লা দাবি করেন- যদি আমাকে মনোনয়ন না দেওয়া হয়,তাহলে মাদারীপুর-১(শিবচর) আসনটি বিএনপি এমপি প্রার্থী হারবে। এতে আওয়ামী লীগ আরও শক্ত অবস্থানে যাওয়ার সুযোগ পাবে। আর আমাকে মনোনয়ন দিলে শিবচরে আওয়ামী লীগ কোন সুযোগই পাবে না।

মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা অভিযোগ করেন, শিবচরের তৃণমূল বিএনপি কামাল জামান মোল্লার পক্ষে ঐক্যবদ্ধ। হঠাৎ করে বাইরে থেকে আরেক প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে, যাকে তৃণমূলের কেউ চেনেন না এবং যিনি দীর্ঘ দিন এলাকার রাজনীতিতে নিষ্ক্রিয় ছিলেন।

মিছিল চলাকালীন স্লোগান ওঠে-শিবচরের দাবি এক, কামাল জামান মোল্লা এমপি হোক নমিনেশন ফিরিয়ে দাও, তৃণমূলের সিদ্ধান্ত মেনে নাও!

প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলটি ছিল অত্যন্ত শান্তিপূর্ণ এবং শৃঙ্খলাপূর্ণ। কয়েক হাজার মানুষ হাতে মশাল নিয়ে একসঙ্গে হাঁটেন। পুরো শিবচরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়,কিন্তু কোন ক্ষুব্ধ জনমত দৃশ্যমান ছিলনা।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-শিবচর উপজেলা বিএনপির যুগ্ম- আহ্বায়ক শাহজাহান হোসেন (সাজু) মোল্লা, শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক  সদস্য মাহবুবুর রহমান মাদবর,শহিদুল ইসলাম (শহীদ চেয়ারম্যান),বনানী থানা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ইমাম হোসেন নুর,গুলশান থানা বিএনপির সদস্য তাজউদ্দীন মোল্লা, শিবচর উপজেলা যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক জসিমউদদীন মৃধা,শিবচর পৌর ছাত্রদলের আহ্বায়ক সাঈদ হাসান শিহাবসহ হাজারো হাজারো নেতাকর্মী।


ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় রাজবাড়ীতে দোয়া মাহফিল
বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় রাজবাড়ীতে দোয়া মাহফিল
পাংশায় সোনালী লাইফ ইন্স্যুরেন্সের 'গ্রাহক আস্থা সম্মেলন' অনুষ্ঠিত
পাংশায় সোনালী লাইফ ইন্স্যুরেন্সের 'গ্রাহক আস্থা সম্মেলন' অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ৪৩ কেজি গাঁজা ও ট্রাকসহ মাদক কারবারি আটক
সিরাজগঞ্জে ৪৩ কেজি গাঁজা ও ট্রাকসহ মাদক কারবারি আটক