• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

রাবি স্নাতক ভর্তির আবেদন শেষ হচ্ছে রোববার

ক্যাম্পাস প্রতিনিধি    ৬ ডিসেম্বর ২০২৫, ০১:৪৩ পি.এম.
ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন প্রক্রিয়া শেষ হচ্ছে রোববার (৭ ডিসেম্বর)। আবেদন করা যাবে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। এর পর কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, কোনো ধরনের লিখিত বা অফলাইন আবেদন গ্রহণযোগ্য নয়। আবেদন প্রক্রিয়া শুরু হয়েছিল গত ২০ নভেম্বর দুপুর ১২টা থেকে।

আবেদনকারীদের নির্ধারিত ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। সময়সূচি অনুযায়ী-

১৬ জানুয়ারি: ‘সি’ ইউনিট (বিজ্ঞান)

১৭ জানুয়ারি: ‘এ’ ইউনিট (মানবিক)

২৪ জানুয়ারি: ‘বি’ ইউনিট (বাণিজ্য)

প্রতিটি পরীক্ষা এক ঘণ্টার এমসিকিউ পদ্ধতিতে হবে। প্রতিদিন দু'টি শিফটে পরীক্ষা নেওয়া হবে:

প্রথম শিফট: ১১টা থেকে ১২টা

দ্বিতীয় শিফট: ৩টা থেকে ৪টা

ভর্তি পরীক্ষা রাজশাহী ছাড়াও ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর ও বরিশাল কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

আবেদন সম্পন্ন করতে হবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (admission.ru.ac.bd) থেকে। প্রার্থীদের সদ্য তোলা রঙিন ছবি (৩০০*৪০০ পিক্সেল) এবং সেলফি আপলোড করতে হবে। আবেদন ফি বিকাশ বা রকেটের মাধ্যমে পরিশোধের পর স্লিপ সংরক্ষণ করতে হবে।

কর্তৃপক্ষ সতর্ক করেছেন, আবেদনে ব্যবহৃত মোবাইল নম্বর অবশ্যই প্রার্থী বা অভিভাবকের হতে হবে। একই নম্বর একাধিক প্রার্থীর জন্য ব্যবহার করা যাবে না। ভুল নম্বর দিলে প্রার্থীর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হবে না। কোটায় আবেদনকারীদের সংশ্লিষ্ট কাগজপত্রের স্ক্যান কপিও আপলোড করতে হবে।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিজেএস গেজেট থেকে ১৩ প্রার্থী বাদের প্রতিবাদে ইবিতে মানববন্ধন
বিজেএস গেজেট থেকে ১৩ প্রার্থী বাদের প্রতিবাদে ইবিতে মানববন্ধন
মধ্যরাতে অসহায়দের খাবার বিতরণ ছাত্রদল নেতার
খালেদা জিয়ার সুস্থতা কামনায় মধ্যরাতে অসহায়দের খাবার বিতরণ ছাত্রদল নেতার
রোববার থেকে ঢাবিতে অনলাইন ক্লাস শুরু
রোববার থেকে ঢাবিতে অনলাইন ক্লাস শুরু