এভারকেয়ারে কমছে খালেদা জিয়ার উৎসুক জনতার ভিড়

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা ঘিরে গত কয়েকদিন রাজধানীর এভারকেয়ার হাসপাতালের প্রাঙ্গণে নেতাকর্মী ও উৎসুক জনতার ভিড় লক্ষ্যযোগ্য ছিল। তবে শনিবার (৬ ডিসেম্বর) সাধারণ মানুষের ভিড় এসেছে।
সরেজমিনে দেখা গেছে, শুধুমাত্র সাংবাদিক ও পেশাগত দায়িত্বে থাকা বিভিন্ন সংস্থার সদস্যরা হাসপাতালে উপস্থিত ছিলেন। ভিড় কমে যাওয়ায় অন্যান্য রোগীদের চিকিৎসাসেবা ও চলাচলে কোনো বিঘ্ন ঘটছে না।
খালেদা জিয়া হাসপাতালে ভর্তি হওয়ার পর বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতি বেড়ে যাওয়ায় হাসপাতালের স্বাভাবিক পরিবেশ বজায় রাখা কঠিন হয়ে পড়ছিল। এ অবস্থায় বিএনপির পক্ষ থেকে নেতাকর্মীদের ভিড় না করার আহ্বান জানানো হয়। এরপরই ভিড় কমতে শুরু করেছে।
উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে শুক্রবার (৫ ডিসেম্বর) লন্ডনে নেওয়ার কথা ছিল, তবে যাত্রা রোববার (৭ ডিসেম্বর) নির্ধারণ করা হয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, তার বিদেশ যাত্রা আরও পেছাতে পারে বলে গুঞ্জন শোনা যাচ্ছে।
এদিকে, ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠান শেষে বাসায় ফেরার পর অসুস্থ হয়ে পড়েন খালেদা জিয়া। শারীরিক অবস্থার অবনতি হলে ২৩ নভেম্বর তাকে জরুরিভিত্তিতে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। প্রায় ৮০ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস ও কিডনি জটিলতায় ভুগছেন।
ফ্রন্টলাইন পর্যবেক্ষণ অনুযায়ী, অসুস্থ শাশুড়িকে দেখতে এবং চিকিৎসার তদারকি করতে শুক্রবারই ঢাকায় পৌঁছেছেন খালেদা জিয়ার পুত্রবধূ ডা. জুবাইদা রহমান।
ভিওডি বাংলা/জা







