• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

পাকিস্তান সরকার ইমরান খানের সঙ্গে কারাগারে সাক্ষাৎ সম্পূর্ণ নিষিদ্ধ করল

আন্তর্জাতিক ডেস্ক    ৬ ডিসেম্বর ২০২৫, ০২:১৫ পি.এম.
পাকিস্তান সরকার সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান-ছবি: সংগৃহীত

পাকিস্তান সরকার সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে কারাগারে কোনো দর্শনার্থীর সাক্ষাৎ সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে। 

শুক্রবার (৫ নভেম্বর) পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার  এ তথ্য জানিয়েছেন। তিনি ইমরানকে ‘যুদ্ধ-উন্মাদনায় মগ্ন চরমপন্থি’ হিসেবে অভিহিত করেছেন। 

এরআগে দেশটির সেনাবাহিনীর মুখপাত্র লেফটেনেন্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী ইমরান খানকে ‘মানসিক রোগী’ এবং জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে উল্লেখ করেন। এর কয়েক ঘণ্টা পরই তার সঙ্গে দর্শনার্থীদের সাক্ষাতে নিষেধাজ্ঞা আরোপ করে সরকার।

তথ্যমন্ত্রী তারার সংবাদমাধ্যম জিও টিভির ‘নয়া পাকিস্তান’ অনুষ্ঠানে বলেছেন, “কয়েদিদের সঙ্গে সাক্ষাৎ হয় আইন ও প্রতিষ্ঠিত নিয়ম অনুযায়ী। এখন কোনো সাক্ষাৎ নেই। সব সাক্ষাৎ নিষিদ্ধ করা হয়েছে।”

যদি কেউ জোর করে ইমরান খানের সঙ্গে দেখা করতে চায় এবং এ নিয়ে কোনো আন্দোলন করে তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন তারার।

জেলে বসে শত্রুকে কোনো এজেন্ডা বাস্তবায়নের অনুমতি দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

দুইদিন আগে ইমরান খানে বোন উজমা খান রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে গিয়ে তার ভাইয়ের সঙ্গে দেখা করেন। সেখান থেকে ফিরে এসে তিনি জানান, সেনাপ্রধান অসীম মুনিরের কার্যক্রমে ইমরান ‘ক্ষুব্ধ’।

আদিয়ালা কারাগারে বন্দি ৭৩ বছর বয়সী ইমরানকে ‘যুদ্ধ-উন্মাদনায় মগ্ন চরমপন্থি’ হিসেবে অভিহিত করেছেন তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, জোরপূর্বক দেখা বা কোনো আন্দোলন হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে সেনাবাহিনীও ইমরানকে ‘মানসিক রোগী’ এবং জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে উল্লেখ করেছিল। গত সপ্তাহে তার বোন উজমা খান তাকে দেখতে গিয়েছিলেন, তবে তারপর থেকে সকল সাক্ষাৎ বন্ধ করা হয়েছে। ইমরান ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে বন্দি আছেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সুদানে আরএসএফের ড্রোন হামলায় নিহত ৭৯
সুদানে আরএসএফের ড্রোন হামলায় নিহত ৭৯
বাংলাদেশ-চীনসহ আলাদা জোট করতে চায় পাকিস্তান
ভারত বাদ বাংলাদেশ-চীনসহ আলাদা জোট করতে চায় পাকিস্তান
মুর্শিদাবাদে আজ ‘বাবরি মসজিদের’ ভিত্তিপ্রস্তর স্থাপন
মুর্শিদাবাদে আজ ‘বাবরি মসজিদের’ ভিত্তিপ্রস্তর স্থাপন