টপ নিউজ
কিছুক্ষণের মধ্যেই খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে কথা বলবেন চিকিৎসক জাহিদ
নিজস্ব প্রতিবেদক
৬ ডিসেম্বর ২০২৫, ০৩:১১ পি.এম.

বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। ছবি: সংগৃহীত
রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে কথা বলবেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক এবং মেডিকেল বোর্ডের সদস্য, বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, শনিবার (৬ ডিসেম্বর ) বিকেল ৩টা ১৫ মিনিটে বসুন্ধরা এভার কেয়ার হাসপাতালের গেইটের সামনে সংবাদ মাধ্যমে বক্তব্য দেবেন ডা. জাহিদ হোসেন।
শায়রুল কবির বলেন, বেগম জিয়ার চিকিৎসা ও বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে পরিবার ও দলের পক্ষ থেকে স্পষ্ট ও হালনাগাদ তথ্য জানাতেই এই ব্রিফিংয়ের আয়োজন।
ভিওডি বাংলা/ এমএইচ







