• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ফুটবল ও ক্রিকেট বিশ্বকাপে একসঙ্গে যে দেশগুলো

স্পোর্টস ডেস্ক    ৬ ডিসেম্বর ২০২৫, ০৩:১১ পি.এম.
ফুটবল বিশ্বকাপ-টি-টোয়েন্টি বিশ্বকাপ। সংগৃহীত ছবি

২০২৬ সালের জুনে মাঠে গড়াবে ফুটবল বিশ্বকাপ। ৪৮ দল নিয়ে হবে এবারের সবচেয়ে বড় ফুটবল আসর। এর ঠিক আগেই, আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হবে ক্রিকেট টি-টোয়েন্টি বিশ্বকাপ, যেখানে অংশ নেবে ২০টি দেশ।

অল্প সময়ের ব্যবধানে দুই ভিন্ন ডিসিপ্লিনের দুই বিশ্বকাপ আয়োজন হওয়ায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে—কোন কোন দেশ উভয় বিশ্বকাপেই খেলবে? সংখ্যাটা খুব বেশি নয়; মাত্র ৭টি দেশ এখন পর্যন্ত দুই বিশ্বকাপেরই টিকিট নিশ্চিত করেছে।

২০২৬ ক্রিকেট ও ফুটবল বিশ্বকাপ—দুটিতেই খেলা নিশ্চিত করা দেশগুলো হলো: দক্ষিণ আফ্রিকা, কানাডা, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড ও ইংল্যান্ড।

তবে এই সংখ্যা আরও বাড়তে পারে। ফুটবলের ৪৮ দলের মধ্যে এখন পর্যন্ত ৪২টি দল নিশ্চিত হয়েছে। বাকি ৬টি জায়গা নির্ধারিত হবে আন্তঃমহাদেশীয় প্লে-অফের মাধ্যমে। এই লড়াইয়ে আছে ইতালি, নর্দান আয়ারল্যান্ড ও জ্যামাইকা।

ইতালি এবার প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে। আয়ারল্যান্ডও ক্রিকেট বিশ্বকাপে রয়েছে। জ্যামাইকা সরাসরি নেই, তবে ওয়েস্ট ইন্ডিজের অংশ হিসেবে সে প্রতিনিধিত্ব করে। ফলে এদের মধ্যে যেকোনো দল ফুটবলের প্লে-অফ পেরোতে পারলে দুই বিশ্বকাপে খেলা দেশের সংখ্যা আরও বাড়বে। তবে সেটি ৯টির বেশি হবে না।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফুটবল বিশ্বকাপের ড্র : জেনে নিন পটবিন্যাস
ফুটবল বিশ্বকাপের ড্র : জেনে নিন পটবিন্যাস
উন্নত কোচ আনতে বাফুফেকে ফান্ড দেবে ক্রীড়া মন্ত্রণালয়
উন্নত কোচ আনতে বাফুফেকে ফান্ড দেবে ক্রীড়া মন্ত্রণালয়
অবশেষে  অস্ট্রেলিয়ায় রুটের শতক
অবশেষে অস্ট্রেলিয়ায় রুটের শতক