• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নেইমারকে নিয়ে ব্রাজিল কোচের স্পষ্ট বার্তা

স্পোর্টস ডেস্ক    ৬ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৩ পি.এম.
ব্রাজিলের নেইমার। সংগৃহীত ছবি

আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে স্কোয়াড নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন ব্রাজিল জাতীয় দলের প্রধান কোচ কার্লো আনচেলোত্তি। ৩৩ বছর বয়সী নেইমারকে দলে রাখা হবে কি না—এসব আলোচনা গত কয়েক সপ্তাহ ধরে ব্রাজিলিয়ান ফুটবল মহল ও সমর্থকদের মধ্যে বেশ জোরালো ছিল। শুক্রবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আনচেলোত্তি বিষয়টি স্পষ্ট করে দেন।

তিনি বলেন, ‘আমি জানি, আপনারা নেইমারকে নিয়ে আগ্রহী। কিন্তু মনে রাখতে হবে, এখন ডিসেম্বর, আর বিশ্বকাপ শুরু হবে জুনে। মে মাসে যখন আমি স্কোয়াড ঘোষণা করব, তখন যদি নেইমার নিজেকে যোগ্য প্রমাণ করতে পারে, ফিট থাকে এবং অন্যদের সমান বা তাদের চেয়েও ভালো পারফর্ম করে, তাহলে অবশ্যই সে বিশ্বকাপে খেলবে। বিষয়টি খুবই সরল।’

চলতি মৌসুমে সান্তোসের হয়ে এখন পর্যন্ত ১৯ ম্যাচে মাঠে নেমেছেন নেইমার। করেছেন ৮ গোল ও ১টি অ্যাসিস্ট। জাতীয় দলের হয়ে বিশ্বকাপ বাছাইপর্বেও তার পারফরম্যান্স উল্লেখযোগ্য—৪ ম্যাচে ২ গোল ও ৩ অ্যাসিস্ট।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফুটবল বিশ্বকাপের ড্র : জেনে নিন পটবিন্যাস
ফুটবল বিশ্বকাপের ড্র : জেনে নিন পটবিন্যাস
উন্নত কোচ আনতে বাফুফেকে ফান্ড দেবে ক্রীড়া মন্ত্রণালয়
উন্নত কোচ আনতে বাফুফেকে ফান্ড দেবে ক্রীড়া মন্ত্রণালয়
অবশেষে  অস্ট্রেলিয়ায় রুটের শতক
অবশেষে অস্ট্রেলিয়ায় রুটের শতক