• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সিরাজগঞ্জে ৪৩ কেজি গাঁজা ও ট্রাকসহ মাদক কারবারি আটক

সিরাজগঞ্জ প্রতিনিধি    ৬ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৮ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

সিরাজগঞ্জ সদর থানা পুলিশের অভিযানে ৪৩ কেজি গাঁজা ও একটি ট্রাকসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে। 

শনিবার (৬ ডিসেম্বর) বেলা ১২টার দিকে সিরাজগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ হাফিজুর রহমান প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

জানা যায়, সিরাজগঞ্জের সুযোগ্য পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সান্তু, বিপিএম (বার)-এর সার্বিক তত্ত্বাবধানে সদর থানার চৌকস অফিসার ফোর্স দীর্ঘদিন ধরে মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত রাখে। তারই ধারাবাহিকতায় শনিবার ভোর সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানাধীন কড্ডার মোড়ে হেলালের চা স্টলের সামনে সন্দেহজনক একটি পিকআপ (ঢাকা মেট্রো–ন–১২–৬৩৩৪) থামাতে গেলে চালক দ্রুত পালানোর চেষ্টা করে। পরে পুলিশ ধাওয়া করে পিকআপটি আটক করে এবং তল্লাশি চালিয়ে ৪৩ কেজি শুকনা গাঁজা উদ্ধার করে। একই সাথে পিকআপ চালক ও আরও দুই সহকারীকে আটক করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন, নয়াবাড়ি গ্রামের চালক মোঃ মাসুদ রানা (২৭), কুড়িগ্রামের মৃত নইম উদ্দিনের ছেলে হেলপার মোঃ মামুন মিয়া (২৬) এবং সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার সমশের আলীর ছেলে মোঃ রেজাউল করিম (৪০)।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হাফিজুর রহমান, সদর সার্কেল মোঃ নাজরান রউফ, ওসি মোখলেছুর রহমান এবং ওসি তদন্ত আহসান উপস্থিত ছিলেন

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় রাজবাড়ীতে দোয়া মাহফিল
বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় রাজবাড়ীতে দোয়া মাহফিল
পাংশায় সোনালী লাইফ ইন্স্যুরেন্সের 'গ্রাহক আস্থা সম্মেলন' অনুষ্ঠিত
পাংশায় সোনালী লাইফ ইন্স্যুরেন্সের 'গ্রাহক আস্থা সম্মেলন' অনুষ্ঠিত
১৬ বছর পর দেশে গণতন্ত্র ফিরেছে : সালাহউদ্দিন
১৬ বছর পর দেশে গণতন্ত্র ফিরেছে : সালাহউদ্দিন