• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

পাংশায় সোনালী লাইফ ইন্স্যুরেন্সের 'গ্রাহক আস্থা সম্মেলন' অনুষ্ঠিত

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি    ৬ ডিসেম্বর ২০২৫, ০৪:০১ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

রাজবাড়ীর পাংশায় সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি'র “গ্রাহক আস্থা সম্মেলন-২০২৫” অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৬ ডিসেম্বর) সকাল ১০টায় সোনালী লাইফ ইন্স্যুরেন্স পাংশা মেট্রো'র আয়োজনে উপজেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

ইউনিট ম্যানেজার মোঃ হাবিবুল বাশারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র সহকারী ব্যবস্থাপনা পরিচালক এমদাদুল হক সাহিল।

তিনি বলেন, "একসময় ইন্স্যুরেন্সের মাধ্যমে বাংলাদেশের আপামর জনতা অনেক হয়রানির শিকার হয়েছে, অনেক প্রতারণা ও খারাপ অভিজ্ঞতার শিকার হয়েছে। কিন্তু সমস্ত অভিজ্ঞতা পেছনে ফেলে ধ্বংস করে বাংলাদেশে একটা প্রতিষ্ঠান সঠিক সময়ে, সঠিক সেবা দেয়ার চেষ্টা করছে। সেই প্রতিষ্ঠানের নাম সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লি.।"

তিনি আরও বলেন, “ইসলামী শরিয়াহ্ মোতাবেক পরিচালিত সোনালী লাইফ গ্রাহক সেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এগিয়ে যাচ্ছে। গ্রাহকের আস্থা অর্জনই কোম্পানির মূল সাফল্য।"

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সোনালী লাইফ ইন্স্যুরেন্স কালিয়াকৈর মেট্রো’র ব্রাঞ্চ ম্যানেজার মোঃ রাজিব আল আরাফাত।
এছাড়াও বক্তব্য রাখেন, ব্রাঞ্চ ম্যানেজার নাঈমুর রহমান হিমেল, পাংশা মেট্রো’র ফিন্যান্সিয়াল অ্যাসোসিয়েট রোজিনা খাতুন ও সোহানুর রহমান সোহান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সোনালী লাইফ ইন্স্যুরেন্স পাংশা মেট্রো’র ফিন্যান্সিয়াল অ্যাসোসিয়েট মিলন হোসেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন ফিন্যান্সিয়াল অ্যাডভাইজার মোঃ এনামুল হক।

পাংশা মেট্রো (৫০৩) আয়োজিত এ সম্মেলনে উপস্থিত গ্রাহক ও অংশগ্রহণকারীরা কোম্পানির চলমান বিভিন্ন সেবা কার্যক্রম সম্পর্কে অবহিত হন এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে নানা দিক তুলে ধরা হয়।

এর আগে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানে মূল আনুষ্ঠানিকতার শুরু হয়।


ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় রাজবাড়ীতে দোয়া মাহফিল
বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় রাজবাড়ীতে দোয়া মাহফিল
সিরাজগঞ্জে ৪৩ কেজি গাঁজা ও ট্রাকসহ মাদক কারবারি আটক
সিরাজগঞ্জে ৪৩ কেজি গাঁজা ও ট্রাকসহ মাদক কারবারি আটক
১৬ বছর পর দেশে গণতন্ত্র ফিরেছে : সালাহউদ্দিন
১৬ বছর পর দেশে গণতন্ত্র ফিরেছে : সালাহউদ্দিন