• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ইমরান খানকে ‘মানসিকভাবে অসুস্থ’ বলল পাকিস্তানের সেনাবাহিনী

আন্তর্জাতিক ডেস্ক    ৬ ডিসেম্বর ২০২৫, ০৪:০১ পি.এম.
ইমরান খান ও সেনাপ্রধান অসীম মুনির-ছবি: সংগৃহীত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ‘মানসিকভাবে অসুস্থ ব্যক্তি’ হিসেবে উল্লেখ করেছে দেশটির সেনাবাহিনী। এর আগেই ইমরান তার এক্স অ্যাকাউন্ট থেকে সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মুনিরকে ‘মানসিক ভারসাম্যহীন’ বলে সমালোচনা করেছিলেন। সেই সমালোচনার পরই সেনাবাহিনী তাদের অবস্থান জানায়।

শনিবার (৬ ডিসেম্বর) এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়, শুক্রবার সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এক ব্রিফিংয়ে বলেন-কারাগারে থাকা ইমরান খান বাইরের দর্শনার্থীদের সঙ্গে সাক্ষাৎ ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে সশস্ত্র বাহিনীকে আক্রমণ করছেন, যা উত্তেজনা সৃষ্টি করছে।

তিনি আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রীকে ‘আত্মকেন্দ্রিক’ হিসেবে বিবেচনা করা হয়। নাম উল্লেখ না করে তিনি বলেন, “তার ভাবনা এমন-যদি আমি ক্ষমতায় না থাকি, তাহলে কিছুই থাকতে পারে না।” ব্রিফিংয়ে তিনি অভিযোগ করেন, ইমরান খানের সঙ্গে দেখা করা অনেককে সেনাবাহিনীর বিরুদ্ধে বক্তব্য প্রচারের কাজে ব্যবহার করা হচ্ছে।

এর দুইদিন আগে ইমরানের বোন উজমা খান আদিয়ালা কারাগারে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন। বেরিয়ে এসে তিনি জানান, সেনাপ্রধান অসীম মুনিরের সাম্প্রতিক কর্মকাণ্ডে ইমরান খান ‘ক্ষুব্ধ’।

সেনাবাহিনীর ব্রিফিংয়ের সমালোচনা করেছেন ইমরান খানের মুখপাত্র জুলফিকার বুখারি। তার দাবি, এই ব্রিফিংয়ের উদ্দেশ্য পিটিআই কর্মীদের উত্তেজিত করা এবং ইমরানের ওপর মানসিক চাপ বাড়ানো।

ইমরানের আগের সমালোচনা

গত ৩ ডিসেম্বর ইমরানের এক্স অ্যাকাউন্টে কারাগারে দেওয়া মন্তব্য উদ্ধৃত করে একটি পোস্ট করা হয়, যেখানে সেনাপ্রধান অসীম মুনিরের নীতিকে ‘পাকিস্তানের জন্য ধ্বংসাত্মক’ বলে উল্লেখ করা হয়। পোস্টে ইমরান দাবি করেন-সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, আফগানিস্তানের সঙ্গে ইচ্ছাকৃত উত্তেজনা সৃষ্টি করা হচ্ছে এবং পশ্চিমা দেশগুলোকে খুশি করতেই এসব পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এ ছাড়া তিনি অভিযোগ করেন, সেনাপ্রধানের নির্দেশেই তাকে ও তার স্ত্রীকে কারাগারে পাঠানো হয়েছে।

বর্তমান অবস্থা ৭৩ বছর বয়সী ইমরান খান ২০২৩ সালের আগস্ট থেকে কারাবন্দি। কয়েক সপ্তাহ তার সঙ্গে কারও যোগাযোগ না হওয়ায় সমালোচনা তৈরি হয় এবং পিটিআই কর্মীরা বিক্ষোভের ডাক দেয়। এরপর তার বোনকে দেখা করার অনুমতি দেওয়া হয়।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাকিস্তান সরকার ইমরান খানের সঙ্গে কারাগারে সাক্ষাৎ সম্পূর্ণ নিষিদ্ধ করল
পাকিস্তান সরকার ইমরান খানের সঙ্গে কারাগারে সাক্ষাৎ সম্পূর্ণ নিষিদ্ধ করল
সুদানে আরএসএফের ড্রোন হামলায় নিহত ৭৯
সুদানে আরএসএফের ড্রোন হামলায় নিহত ৭৯
বাংলাদেশ-চীনসহ আলাদা জোট করতে চায় পাকিস্তান
ভারত বাদ বাংলাদেশ-চীনসহ আলাদা জোট করতে চায় পাকিস্তান