নবাবগঞ্জে যথাযথ মর্যাদায় হানাদার মুক্ত দিবস পালিত

দিনাজপুরের নবাবগঞ্জে হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নবাবগঞ্জ উপজেলা কমান্ডের আয়োজনে আজ শনিবার দিবসটি পালনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শনিবার (০৬ ডিসেম্বর) বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা দবিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান নুরুল ইসলাম ফজলুর রহমান সাবেক সেনা সদস্য আব্দুস সাত্তার পীরগন্জ উপজেলার বীর মুক্তিযোদ্ধা শিমুল হাসদা ও নবাবগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মতিয়ার রহমান ।
বক্তারা মহান স্বাধীনতা যুদ্ধের উপর আলোকপাত করে তাদের স্মৃতিচারন করেন এবং ভূয়া মুক্তিযোদ্ধা বাতিলের দাবি জানান। এরপূর্বে সহকারী কমিশনার (ভূমি) মুনতাসির মাহফুজ ও বীর মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে একটি র্যালি বের করা হয়।
ভিওডি বাংলা/ এমএইচ







