• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বাংলাদেশে বাজার হারিয়ে ভারতে পেঁয়াজের ‘শেষকৃত্য’

আন্তর্জাতিক ডেস্ক    ৬ ডিসেম্বর ২০২৫, ০৪:২০ পি.এম.
পেঁয়াজের প্রতীকী ‘শেষকৃত্য’; সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল ভিডিও-ছবি: সংগৃহীত

বাংলাদেশে রেকর্ড পরিমাণ পেঁয়াজ উৎপাদনের প্রভাব গিয়ে পড়েছে প্রতিবেশী ভারতেও। রপ্তানির বড় বাজার হারিয়ে মধ্যপ্রদেশের কৃষকেরা চরম দরপতনের মুখে পড়েছেন। কেজিপ্রতি মাত্র দুই রুপিতেও পেঁয়াজ বিক্রি না হওয়ায় ক্ষুব্ধ কৃষকেরা অভিনব প্রতিবাদে নেমেছেন-হচ্ছে পেঁয়াজের প্রতীকী ‘শেষকৃত্য’। এই ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনায় এসেছে।

বাংলাদেশে চলতি মৌসুমে পেঁয়াজ উৎপাদন গত কয়েক বছরের সব রেকর্ড ছাড়িয়েছে। সরকারি সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, দেশে কোনো ঘাটতি না থাকায় কৃষকস্বার্থে সরকার পেঁয়াজ আমদানি বন্ধ রাখে। এই সিদ্ধান্তের বড় চাপ পড়ে ভারতের মধ্যপ্রদেশের মান্দাসৌর অঞ্চলে, যেখানকার কৃষকেরা দীর্ঘদিন ধরে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি করে আসছিলেন।

ভারতের পাইকারি বাজারে প্রচুর পেঁয়াজ সরবরাহ থাকলেও ক্রেতা নেই। উৎপাদনের খরচও উঠছে না বলে কৃষকেরা রাস্তায় পেঁয়াজ ফেলে প্রতিবাদ করছেন, আর প্রতীকী শেষকৃত্যের মাধ্যমে ক্ষোভ জানাচ্ছেন। তাদের অভিযোগ-বাংলাদেশ বাজার বন্ধ করায় অভ্যন্তরীণ চাহিদা পূরণের পর অতিরিক্ত পেঁয়াজ বিক্রি হচ্ছে না, ফলে দাম নেমে গেছে ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে।

বাংলাদেশে তবে ভিন্ন চিত্র। নতুন দেশি পেঁয়াজের সরবরাহ শুরু হওয়ায় বাজার স্থিতিশীল রয়েছে। সামনে মুড়িকাটা পেঁয়াজ আসায় তিন থেকে পাঁচ মাস বাজারে পর্যাপ্ত সরবরাহ বজায় থাকবে বলে আশা করা হচ্ছে। খারিফ-১ মৌসুমের উৎপাদন যুক্ত হলে সারা বছর দেশীয় পেঁয়াজের যোগান বজায় থাকবে।

ভারতের গণমাধ্যম ইকোনমিক টাইমস জানিয়েছে, বাংলাদেশ আগে ভারতের মোট পেঁয়াজ রপ্তানির প্রায় এক-তৃতীয়াংশ কিনত। এবার সেই দরজা বন্ধ হওয়ায় ক্ষতির মুখে পড়েছেন চাষিরা।

অন্যদিকে বাংলাদেশি কৃষকেরা মনে করছেন, স্থানীয় উৎপাদন বৃদ্ধি এবং আমদানি নিয়ন্ত্রণের কারণে এবার বাজার আরও স্থিতিশীল ও কৃষকবান্ধব হয়েছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাকিস্তান সরকার ইমরান খানের সঙ্গে কারাগারে সাক্ষাৎ সম্পূর্ণ নিষিদ্ধ করল
পাকিস্তান সরকার ইমরান খানের সঙ্গে কারাগারে সাক্ষাৎ সম্পূর্ণ নিষিদ্ধ করল
সুদানে আরএসএফের ড্রোন হামলায় নিহত ৭৯
সুদানে আরএসএফের ড্রোন হামলায় নিহত ৭৯
বাংলাদেশ-চীনসহ আলাদা জোট করতে চায় পাকিস্তান
ভারত বাদ বাংলাদেশ-চীনসহ আলাদা জোট করতে চায় পাকিস্তান