• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বন্যপ্রাণী রক্ষায় তরুণদের অংশগ্রহণ আশাব্যঞ্জক: উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক    ৬ ডিসেম্বর ২০২৫, ০৫:১১ পি.এম.
উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সংগৃহীত ছবি

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, বন্যপ্রাণী উদ্ধার, পরিচর্যা ও প্রকৃতিতে পুনর্বাসনে তরুণদের ইতিবাচক অংশগ্রহণ দেশের জন্য অত্যন্ত আশাব্যঞ্জক।

আজ (৬ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের বন ভবনে আয়োজিত এক মতবিনিময়সভায় তিনি এ মন্তব্য করেন।

উপদেষ্টা বলেন, বন্যপ্রাণী সুরক্ষা ও সংরক্ষণে সাধারণ মানুষের সচেতনতা আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বন্যপ্রাণী, বন ও জীববৈচিত্র্য সংরক্ষণে নিয়োজিত স্বেচ্ছাসেবী ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের নিয়ে আয়োজিত এ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি ছিলেন।

তরুণদের উদ্দেশে তিনি বলেন, বন্যপ্রাণী রক্ষায় একীভূত কণ্ঠস্বর গড়ে তোলা জরুরি। বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংসকারীদের প্রতিরোধে সচেতনতা, ভালোবাসা ও সঠিক তথ্য সম্প্রসারণ প্রয়োজন। মানুষ ও প্রকৃতির সহাবস্থান নিশ্চিত করতে নৈতিক মূল্যবোধ সামনে রেখে কাজ করতে হবে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, অসহায় মানুষ ও অসহায় প্রাণীর পাশে দাঁড়ানোই প্রকৃত মানবিকতা। আগামী বছর ৬৪ জেলায় ৬৪ জন বন্যপ্রাণী কর্মীকে স্বীকৃতি দেওয়া হবে, যা তরুণ প্রজন্মকে আরও উৎসাহিত করবে এবং প্রতিটি জেলায় সংরক্ষণে প্রতিনিধিত্বশীল কর্মী তৈরি হবে।

উপদেষ্টা আরও জানান, বন্যপ্রাণী অপরাধ দমন ও মোকাবেলায় নতুন ইউনিট গঠনের অনুমোদন দিয়েছে সরকার। পাশাপাশি চলমান উদ্ধার কার্যক্রমও জোরদার করা হবে।

মতবিনিময়সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজির মহাপরিচালক ড. মো. ছগীর আহমেদ, জীববৈচিত্র্য বিশেষজ্ঞ ড. মোহাম্মদ আলী রেজা খান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস অনুষদের প্রতিষ্ঠাতা ডিন ড. মো. জালাল উদ্দিন সরদার এবং বিবিসিএফ-এর প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা ড. মোল্যা রেজাউল করিম।

অনুষ্ঠানে পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে বিশেষ অবদানের জন্য ড. মোহাম্মদ আলী রেজা খানসহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়।

এর আগে উপদেষ্টা রিজওয়ানা হাসান বাংলাদেশ সামরিক জাদুঘরে ‘বাংলাদেশ এনার্জি কনফারেন্স ২০২৫’-এর উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে অংশ নেন। সেখানে তিনি সরকারি ভবনে কার্যকর রুফটপ সোলার স্থাপন, পরিবেশগত প্রভাব মূল্যায়ন করে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ এবং সংশ্লিষ্ট পক্ষের মতামতের ভিত্তিতে স্বচ্ছ সিদ্ধান্ত গ্রহণের গুরুত্ব তুলে ধরেন।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাবরি মসজিদ ভিত্তিপ্রস্তরে ইট আনছেন স্থানীয়রা
বাবরি মসজিদ ভিত্তিপ্রস্তরে ইট আনছেন স্থানীয়রা
খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়ার আয়োজন রাষ্ট্রপতির
খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়ার আয়োজন রাষ্ট্রপতির
তফসিল নিয়ে বিভ্রান্তি না ছড়াতে সতর্ক থাকার আহ্বান ইসির
ইসির সিনিয়র সচিব তফসিল নিয়ে বিভ্রান্তি না ছড়াতে সতর্ক থাকার আহ্বান ইসির