ইন্ডিগো ফ্লাইট বিভ্রাট: কিরণ রাওসহ যাত্রীরা ১১ ঘণ্টা আটকা

গত তিন দিন ধরে ভারতের ইন্ডিগো বিমান পরিষেবা বিপর্যস্ত থাকায় ভোগান্তিতে পড়ছে যাত্রীরা। ঘণ্টার পর ঘণ্টা বিমানবন্দরে অপেক্ষা করতে হচ্ছে। অভিযোগ এমন পর্যায়ে পৌঁছেছে যে সুপ্রিম কোর্টেও তা উঠে এসেছে।
শনিবার (৬ নভেম্বর) পরিচালক কিরণ রাও নিজেও এ ভোগান্তির শিকার হয়েছেন। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, “১১ ঘণ্টা হলো বাড়ি থেকে বেরিয়েছি। এতক্ষণে আমার টোকিওতে পৌঁছার কথা। কিন্তু মুম্বাই বিমানবন্দরের দুই নম্বর টার্মিনালে যা জানতে পারলাম, তার জন্য ইন্ডিগোকে ধন্যবাদ। এখন আবার দিল্লি কিভাবে বায়ুদূষণের সঙ্গে লড়াই করছে, সেটার খবর পেলাম। দিনটা ভালোই যাচ্ছে সব মিলিয়ে, ষোলো কলা পূর্ণ একেবারে।”
শুক্রবার এক হাজারের বেশি ফ্লাইট বাতিল হয়, বৃহস্পতিবার সংখ্যাটা ছিল ৫৫০। শনিবার কেরলের ত্রিভনন্তপুরম বিমানবন্দরে তিনটি আন্তর্দেশীয় ও তিনটি অন্তর্দেশীয় ফ্লাইট বাতিল হয়। আহমেদাবাদ বিমানবন্দরে মধ্যরাত থেকে ভোর ৬টার মধ্যে বাতিল হয়েছে ১৯টি ফ্লাইট। চেন্নাই বিমানবন্দরে সকাল ৯টার মধ্যে বাতিল ফ্লাইটের সংখ্যা ২৯।
ফ্লাইট বাতিলের সংখ্যা আশা করা হচ্ছে শনিবার ১,০০০-এর নিচে নেমে আসবে, ফলে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসবে। এ পরিস্থিতিতে বহু যাত্রী সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছেন।
ভিওডি বাংলা/জা







