বিনা ভোটে পাসের সুযোগ নেই: পররাষ্ট্র উপদেষ্টা

‘বিনা ভোটে পাস করার কোনো সুযোগ নেই। এবারের নির্বাচন হবে আদর্শ, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য। ভোটাররা নিশ্চিন্তে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। কোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা সৃষ্টি হলে সরকার কঠোর অবস্থান নেবে।’
শনিবার (৬ ডিসেম্বর) সকালে রংপুর জেলা প্রশাসকের কার্যালয় মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়সভায় এসব কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
তিনি বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে সুষ্ঠু ও আদর্শ নির্বাচন আয়োজনের লক্ষ্যে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। নির্বাচন শুধু অভ্যন্তরীণ রাজনৈতিক প্রক্রিয়া নয়; আন্তর্জাতিক অঙ্গনেও এর প্রভাব রয়েছে। তাই নির্বাচন প্রক্রিয়া শান্তিপূর্ণ, স্বচ্ছ ও গ্রহণযোগ্য করতে সরকার সর্বোচ্চ দৃঢ়তায় কাজ করছে।
আইন-শৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনের সময় সার্বিক নিরাপত্তা কঠোরভাবে নিয়ন্ত্রণে রাখা হবে। ভোটাররা নিশ্চিন্তে কেন্দ্রে যেতে পারবেন। নাশকতা বা বিশৃঙ্খলা সৃষ্টির কোনো চেষ্টা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, নির্বাচন হেরে যাবে বুঝে কেউ অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করলে আইন-শৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে এবং কোনো পক্ষকে নির্বাচনী পরিবেশ নষ্ট করতে দেওয়া হবে না।
সব রাজনৈতিক দলের অংশগ্রহণ এবং দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করতে দলগুলোর ইতিবাচক ভূমিকা অপরিহার্য।’
উত্তরাঞ্চলের স্বাস্থ্যসেবা উন্নয়নের পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, চীনের সহযোগিতায় নীলফামারিতে এক হাজার শয্যার আধুনিক রেফারেল হাসপাতাল নির্মাণের সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত। প্রয়োজনীয় জমি নির্ধারণ করা হয়েছে এবং শিগগিরই নির্মাণকাজ শুরু হবে। একই সঙ্গে রংপুর শিশু হাসপাতাল চালুর বিষয়েও দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, রংপুর অঞ্চলে কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা সম্প্রসারণ ও অবকাঠামো উন্নয়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে। চার দিনের সফরের তৃতীয় দিনে তিনি রংপুর ও নীলফামারীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শনের পরিকল্পনার কথাও উল্লেখ করেন।
সভায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
ভিওডি বাংলা/ আরিফ







