• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বাড়ির প্রবেশ পথে প্রাচীর নির্মাণে বাধা দিতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি    ৬ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৮ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

টাঙ্গাইলের মধুপুর উপজেলায় বাড়ির প্রবেশ পথে প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতার পরিবারের সন্ত্রাসী হামলায় নারীসহ চারজন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় একজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শুক্রবার বেলা দুইটার দিকে উপজেলার আউশনারা ইউনিয়নের বোকার বাইদ গ্রামের ইকুরিয়া পাড়া মসজিদের পাশে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- আব্দুর রহিম (৫০), যাকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেলে পাঠানো হয়েছে। মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন তার ছেলে যুবদল নেতা আব্দুর রাজ্জাক (৩২), স্বজন কদবানু (৪৫) এবং কদবানুর ছেলে সাইদুর রহমান (২৫)। 

এ ঘটনায় আহত সাইদুর বাদী হয়ে মধুপুর থানায় একটি অভিযোগ দিয়েছেন।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সাইদুরদের পরিবারকে নিজেদের জমিতে প্রবেশ করতে বাধা দিয়ে আসছিলেন নিষিদ্ধ বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় ত্রাণ উপ কমিটির নেতা ফারুক আহমেদের বাবা স্থানীয় বাসিন্দা ছানোয়ার হোসেন। 

২০২৪ সালের ৫ আগস্টের পর স্বজনরা সোহরাবের ওই জমিতে ঘর নির্মাণ করে দেন। অভিযোগ রয়েছে, আপন মামা শামসুল হাজীর পাশের আরেকটি জমি নিজের দাবি করে ছাত্রলীগ নেতার ওই বাবা ছানোয়ার হোসেন। এ জমির পাশেই সোহরাবের বাড়ি।  

শুক্রবার সোহরাবদের বাড়ির প্রবেশ পথের সামান্য জায়গায় ইট বসিয়ে প্রাচীর নির্মাণ করার সময় বাধা দিলে ছানোয়ার তার আপন ভাই সাইদ, সাখাওয়াত  ও আনোয়ারসহ লোকজন নিয়ে হামলা চালায়। লাঠি, রড ও ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি পেটানোয় চারজন আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে আব্দুর রহিমকে ময়মনসিংহ মেডিকেলে পাঠানো হয়। হামলার ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন মধুপুর থানার ওসি এমরানুল কবির।


ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কিন্ডারগার্টেনের জন্য সরকারি নীতিমালার আশ্বাস আমিনুল হকের
কিন্ডারগার্টেনের জন্য সরকারি নীতিমালার আশ্বাস আমিনুল হকের
রাজশাহীতে বিদ্যুতের অস্বাভাবিক বিল বাতিলের দাবীতে মানববন্ধন
রাজশাহীতে বিদ্যুতের অস্বাভাবিক বিল বাতিলের দাবীতে মানববন্ধন
নড়াইল -১ আসনে জামায়াতের সমাবেশে জনতার ঢল
নড়াইল -১ আসনে জামায়াতের সমাবেশে জনতার ঢল