পাংশায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় শিল্প ও বণিক সমিতির দোয়া

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় পাংশা শিল্প ও বণিক সমিতির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০৬ ডিসেম্বর) বাদ মাগরিব পাংশা শিল্প ও বণিক সমিতির অস্থায়ী কার্যালয়ে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন— পাংশা শিল্প ও বণিক সমিতির সহ-সভাপতি মো. ইউসুফ হোসেন মণ্ডল ও মো. আব্দুল খালেক মাস্টার, সাধারণ সম্পাদক দেলোয়ার সরদার, সহ-সাধারণ সম্পাদক মো. সাদেকুর রহমান, ধর্মীয় সম্পাদক শামিম বিশ্বাস, কোষাধ্যক্ষ মো. কামাল হোসেন, প্রচার সম্পাদক মো. কালাম মুন্সি, দপ্তর সম্পাদক মো. তোফাজ্জেল হোসেন, ধর্মীয় সম্পাদক (সনাতন) মোহন লাল আগারওয়ালা, সদস্য আব্দুল আলিম ও সদস্য আব্বাস উদ্দিনসহ স্থানীয় ব্যবসায়ী ও সমিতির নেতৃবৃন্দ।
দোয়া মাহফিল শেষে বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি, দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন পাংশা সরকারি কলেজের প্রভাষক মাওলানা আব্দুল কুদ্দুস।
ভিওডি বাংলা/ এমএইচ







