• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মঈন উদ্দিনের ইন্তেকালে ফখরুলের এর গভীর শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক    ৬ ডিসেম্বর ২০২৫, ০৮:১০ পি.এম.
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সাধারণ সম্পাদক ও গুম হওয়া ছাত্রনেতা ইফতেখার আহমদ দিনার এর পিতা ডাঃ মঈন উদ্দিন আহমদ আজ ভোরে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি'র সহ দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন এর স্বাক্ষরিত এক শোকবার্তায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ শোক করেন।

 বিএনপি মহাসচিব বলেন, “ডাঃ মঈন উদ্দিন আহমদ এর মৃত্যুতে তার শোকাহত পরিবার-পরিজনদের প্রতি আমি গভীর সহমর্মিতা জ্ঞাপন করছি। একজন সৎ, সজ্জন ও পরহেজগার ব্যক্তি হিসেবে তিনি প্রতিবেশীদের নিকট সুপরিচিত ও শ্রদ্ধাভাজন ছিলেন। পেশাগত জীবনে তিনি সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। মহান রাব্বুল আলামীন তার রুহের মাগফিরাত দান করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের তৌফিক দিন।”

শোকবার্তায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর ডাঃ মঈন উদ্দিন আহমদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গ, স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিজেপির সন্ত্রাস রুখে দিতে আমরা প্রস্তুত: পাটওয়ারী
বিজেপির সন্ত্রাস রুখে দিতে আমরা প্রস্তুত: পাটওয়ারী
সুষ্ঠু নির্বাচন শুধু নিয়ম মানলে হয় না : আলাল
সুষ্ঠু নির্বাচন শুধু নিয়ম মানলে হয় না : আলাল
বিএনপি সবসময়ই ‘পলিটিক্স অফ কমিটমেন্ট’-এ বিশ্বাসী: রিজভী
বিএনপি সবসময়ই ‘পলিটিক্স অফ কমিটমেন্ট’-এ বিশ্বাসী: রিজভী